২০২১-২০২২ সালের জুলাই মাস পর্যন্ত যে সকল ব্যক্তিদের মোবাইল ফোন ছিনতাই ও হারিয়ে গিয়েছিল। তাঁরা তাদের মোবাইল ফোনের সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে মহিষাদল থানায় আবেদন করেন। আবেদনের ভিত্তিতে মহিষাদল থানার পুলিশ প্রশাসন তদন্ত ও অভিযান চালায়। অভিযানের সাফল্যে ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মহিষাদল থানার পুলিশ প্রশাসন। এদিনসকালে মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার চন্দ্র এক সাংবাদিক বৈঠক করে ছিনতাই ও হারিয়ে যাওয়া মোবাইল আবেদনকারীদের হাতে তুলে দেন।
advertisement
আরও পড়ুনঃ যাত্রী-স্বাচ্ছন্দের জন্য হলদিয়ায় তৈরি হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড
এদিন সাংবাদিক বৈঠকে থানায় উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে, এস.ডি.পি.ও রাহুল পান্ডে, মহিষাদল থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে কয়েকজন আবেদনকারীর হাতে উদ্ধার করা মোবাইল তুলে দেন। মহিষাদল থানার সবচেয়ে বড় সাফল্য ২০টি মোবাইল উদ্ধার করা।
আরও পড়ুনঃ প্লাস্টিক দূষণ রোধে পথনাটক আয়োজন করল কলেজ পড়ুয়ারা
প্রসঙ্গত এর আগেও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি থানায় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিয়েছে। চলতি বছরের জুন মাসে হলদিয়ার ভবানীপুর থানা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে মোবাইল গুলির আসল মালিকের হাতে তুলে দেয়। তাই এবার মেলাঘাটে বা ট্রেনে বসে অসাবধানতায় মোবাইল খোয়া গেলে সংশ্লিষ্ট থানায় সমস্ত তথ্য জানিয়ে অভিযোগ জানান।
Saikat Shee