পূর্ব মেদিনীপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রাউন সুগার সহ আটক দু'জনের নাম শেখ নুর ইসলাম (৩০) ও শেখ শাকিল উদ্দিন (২২)। ধৃতদের বাড়ি তমলুকের উত্তর সোনামুই গ্রামে। এই বিষয়ে তমলুকের এসডিপিও শাকিব আহমেদ জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়, খড়গপুর থেকে একটি কালো রঙের গাড়িতে করে ব্রাউন সুগার উত্তর সোনামুই গ্রামে আসছে। সীমতো প্রস্তুতি নেয় পুলিশ।
advertisement
গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৭৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারদর আনুমানিক ৫ লক্ষ টাকা। পুলিশ গাড়িটি আটক করেছে। সঙ্গে থাকা দুই যুবককে মাদক পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এই ব্রাউন সুগার পাচারের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সরকারি বাসের ধাক্কায় মা-বাবার সঙ্গে মৃত ২ বছরের শিশু, মুহূর্তের মধ্যে শেষ গোটা পরিবার
ঘটনা হল এই এলাকা থেকে এর আগেও মাদক উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের নানান ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করে। তবে পরিস্থিতি যে তাতে খুব একটা বদলায়নি তা পরিষ্কার।
সৈকত শী