East Medinipur News: সরকারি বাসের ধাক্কায় মা-বাবার সঙ্গে মৃত ২ বছরের শিশু, মুহূর্তের মধ্যে শেষ গোটা পরিবার
- Published by:kaustav bhowmick
Last Updated:
কোলাঘাট উপনগরীর এফ টাইপ মোড়ে একটি সরকারি বাস ধেয়ে এসে বাইকে ধাক্কা মারে। মৃত্যু হয় একই পরিবারের তিনজনের।
পূর্ব মেদিনীপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু। বাইকে করে গোটা পরিবার কোলাঘাটের দিক থেকে রামতারকের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি সরকারি বাস এসে ওই বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-বাবা ও শিশু সন্তানের।
বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে। কোলাঘাট উপনগরীর এফ টাইপ মোড়ে একটি সরকারি বাস ধেয়ে এসে বাইকে ধাক্কা মারে। মৃত্যু হয় একই পরিবারের তিনজনের। মৃত সুদীপ কালসা স্ত্রী ও ২ বছরের সন্তানকে বাইকে করে কোলাঘাট থেকে রামতারকের দিকে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি তমলুকের হোগলবেড়িয়া গ্রামে।
advertisement
advertisement
সাতসকালে পরিবারটি হাসিখুশি মুখে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু হঠাৎ যে এভাবে সকলেই শেষ হয়ে যাবেন তা ভাবতে পারেনি কেউ। ঘটনার আকস্মিকতায় পরিজনরা রীতিমত স্তব্ধ হয়ে গিয়েছেন। শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম। সুদীপের ২ বছরের শিশু সন্তান সকলের প্রিয় ছিল। মা-বাবার সঙ্গে এভাবে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।
advertisement
পঙ্কজ দাশ রথী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 4:12 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সরকারি বাসের ধাক্কায় মা-বাবার সঙ্গে মৃত ২ বছরের শিশু, মুহূর্তের মধ্যে শেষ গোটা পরিবার