নিত্য প্রয়োজনে গ্রামবাসীরা এবং স্কুল ছাত্রছাত্রীরা প্রতিদিন প্রায় এক কিলোমিটার ঘুরপথে যাতায়াত করছে। ফলে অনেক সময় তারা সঠিক সময়ে স্কূল পৌঁছতে পারেনা বলে অভিযোগ। মূল সংযোগকারী কাঠের সাঁকো ভেঙে পড়ায় রাত দুপুরে রোগী নিয়ে সমস্যায় পড়ে যান গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ রূপনারায়ণ নদের বুকে অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের
advertisement
গ্রামবাসীদের অভিযোগ কাঠের সাঁকো ভগ্নপ্রায় হওয়ার শুরুর দিক থেকেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানানোর পাশাপাশি ব্লক প্রশাসনকেও জানানো হয় কিন্তু ব্রিজ মেরামতের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি ব্রিজটি একেবারেই ভেঙে পড়েছে। তাই সাঁকো নির্মাণের দাবিতে শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ নেই ওভারব্রিজ! জলমগ্ন রেলের আন্ডারপাস, সমস্যায় মানুষেরা
এ প্রসঙ্গে ওই গ্রামের বাসিন্দা মদনমোহন মাইতি জানিয়েছেন, ' কাঠের সাঁকো দীর্ঘদিন ভগ্ন প্রায় ছিল। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এখন একেবারে ভেঙে পড়েছে। তাই আমরা বাধ্য হয়েছি রাজ্য সড়ক অবরোধ করতে। এখন আমাদের দাবি এই জায়গায় দ্রুত কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হোক।
Saikat Shee