লোকসংস্কৃতিকে ফিরে দেখা -২০২২ মেলা মহিষাদল ব্লকের বাসুলিয়া গণমৈত্রী মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। মেলা ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সমাপ্তি হবে। এদিন সকাল থেকে মেলা প্রাঙ্গণে পুরানো দিনের সেই বউবাসন্তী ও গাদি খেলা দর্শকদের উদ্দীপনার সহিত সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। খেলা দুটি দেখার জন্য দর্শকদের ভিড় মাঠে উপচে পড়ে। সমাজ ব্যবস্থার ক্রমবিকাশের সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা। গ্রামের বয়স্করাও এখন ভুলে গিয়েছেন বহু খেলার নাম।
advertisement
একসময় গ্রামের শিশু, কিশোর ও যুবকরা লেখাপড়ার পাশাপাশি কিতকিত, চিনিবিস্কুট, লুকোচুরি, কানামাছি, কাবাডি, গাদি, নুনধাপসার মতো অনেক খেলায় অংশ নিত। আধুনিক সভ্যতায় হারিয়ে যেতে বসেছে সেইসব প্রাচীন খেলা। স্মৃতি থেকেই ফিকে হয়ে যাওয়া গ্রামীন খেলাগুলিকে এখনকার শিশু - কিশোরদের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতি। এদিন আয়োজিত হল গাদি খেলার প্রতিযোগিতা।
আরও পড়ুনঃ আবারও ক্যামিলিয়ন উদ্ধার পূর্ব মেদিনীপুর জেলায়!
কি এই গাদি খেলা? এই খেলায় বেশ কয়েকটি দাগ দিয়ে ঘর করা রয়েছে। একটি ঘর থেকে অন্যটিতে যেতে হয় সবশেষে আবার সেই ঘরে ফিরে আসতে হত। কিন্তু একটি ঘর থেকে অন্য ঘরে যেতে হলে তার প্রতিপক্ষ দ্বারা বাধার সম্মুখীন হতে হয়। সে যদি তাকে নির্দিষ্ট ঘরের মদ্য থেকে ছিয়ে দিতে পারে তাহলে তারা হেরে যায়। এই গাদি খেলা একসময় সকলের কাছে খুবই আকৃষ্ট ও জনপ্রিয় ছিল।
আরও পড়ুনঃ পর্যটন মরশুমে জেলার পথ নিরাপত্তায় সচেষ্ট ট্রাফিক বিভাগ
এদিন সেই পুরানো দিনের খেলাটি দেখার জন্য কচিকাঁচা থেকে শুরু করে বড়দের ভিড় ছিল চোখে পড়ার মতো মহিষাদল গণমৈত্রী মাঠে। এখন গ্রাম বাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এসব খেলাধুলা। গ্রাম-গঞ্জের ঐতিহ্যবাহী এসব খেলা এখন আর তেমন কোথাও চোখে পড়ে না বললেই চলে। নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প!
Saikat Shee