স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষার সময় জলের তলায় চলে যায় আন্ডারপাসের রাস্তা। শুধু বর্ষাকালেই নয় সারা বছরে বেশিরভাগ সময় রেলের এই আন্ডারপাস টি জলের তলায় থাকে, জল নিকাশি না থাকার কারণে। ফলে প্রতিদিন স্কুল যাওয়ার পথে ছাত্রছাত্রীরা স্টেশনে নামা ট্রেনের যাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষেরা রেললাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করেন।
advertisement
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
দক্ষিণ পূর্ব রেল শাখার হাওড়া খড়গপুর লাইনে পাঁশকুড়া স্টেশনের আগেই নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশন। প্রতিদিন বিভিন্ন সময়ে অনেকগুলো লোকাল ট্রেন এই স্টেশনে থামে। ফলে প্রতিদিন যাত্রীরা সমস্যায় পড়েন। এর পাশাপাশি মাল বোঝাই মেশিন ভ্যান, মারুতি, বাইক আরোহীদের অনেক কষ্ট করে জলের ওপর দিয়েই পার হতে হয়।
আরও পড়ুনঃ ঢেউ-এ ভেসে এল জীবন্ত ডলফিন! দিঘায় সেলফি তুলতে পর্যটকদের হুড়োহুড়ি
আবার স্কুল ছাত্রছাত্রীরা যেতে পারে না, তাঁরা বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনে একটা ফ্লাইওভার তৈরি করা হোক। যাতে সাইকেল সহ হেঁটে পারাপার করা যায়।
Saikat Shee