Purba Medinipur: ঢেউ-এ ভেসে এল জীবন্ত ডলফিন! দিঘায় সেলফি তুলতে পর্যটকদের হুড়োহুড়ি

Last Updated:

ওল্ড দিঘা সমুদ্র সৈকতে ভেসে এল একটি জীবন্ত ডলফিন। জীবন্ত ডলফিন দেখার উৎসাহে পর্যটকেরা ভিড় জমায় ওল্ড দিঘা সমুদ্র সৈকতে। সপ্তাহের শেষে বা ছুটির দিনে ভ্রমণ প্রিয় বাঙালি পর্যটকদের গন্তব্য হয় দিঘা মুখী।

+
দিঘার

দিঘার সৈকতে জীবন্ত ডলফিন।

#দিঘা : ওল্ড দিঘা সমুদ্র সৈকতে ভেসে এল একটি জীবন্ত ডলফিন। জীবন্ত ডলফিন দেখার উৎসাহে পর্যটকেরা ভিড় জমায় ওল্ড দিঘা সমুদ্র সৈকতে। সপ্তাহের শেষে বা ছুটির দিনে ভ্রমণ প্রিয় বাঙালি পর্যটকদের গন্তব্য হয় দিঘা মুখী। বর্ষাকাল চলছে, বৃষ্টিতে দীঘা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে সপ্তাহের সাথে ছুটির দিন বাদেও দিঘায় পর্যটকদের ভিড় ভালোই। সমুদ্রের ঢেউয়ে স্নানের আনন্দ উপভোগের পাশাপাশি পর্যটকদের বাড়তি আনন্দ দিয়ে গেল একটি জীবন্ত ডলফিন। সাধারণত সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন দেখা যায় না। মাঝেমধ্যেই নদী বা সমুদ্র সৈকতে মৃত ডলফিনের দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এবার মৃত ডলফিন নয়, জীবন্ত ডলফিন এর দেখা মিলল ওল্ড দিঘার সি হক গোলার ঘাটে। দিঘা সৈকতে উঠে এল জ্যান্ত ডলফিন।
যা নিয়ে রীতিমতো আনন্দে মত্ত হয়ে উঠল দিঘায় সমুদ্রস্নানের আনন্দ নিতে আসা আসা পর্যটকরা। সেইসঙ্গে স্থানীয় মানুষেরাও। ওল্ড দিঘার সি হোক গোলার ঘাটে প্রায় ৪ ফুট লম্বা একটি জীবন্ত ডলফিন সমুদ্রের ধারে এসে খাবি খেতে থাকে। এ সময় স্নানরত পর্যটকরা দেখে ডলফিন টাকে ধরার জন্য এগিয়ে যান তখনই ডলফিন টি লাফিয়ে উঠে পাথরের উপরে পড়ে।
advertisement
advertisement
তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। ঘাটে যদি বা কিছুক্ষণের মধ্যে পুনরায় জোয়ারের জলে আবার ভেসে যায় ওই জীবন্ত ডলফিন টি। আবার কেউ কেউ তাকে তুলে কাঁধে তুলে সেলফি তোলারও চেষ্টা করেন.
advertisement
আরও পড়ুনঃ শুধু আর দিঘা নয়, সপ্তাহান্তে ঘুরে আসুন ৪০০ বছরের পুরনো পঁচেট গড় হেরিটেজ রাজবাড়ি
তবে ডলফিন সচরাচর আরব সাগর বা গভীর সমুদ্রের দিকে লক্ষ্য করা যায় অনেক সময় দেখা যায় এই ডলফিনগুলি মৃত অবস্থায় সমুদ্রের পাড়ে ভেসে আছে। তবে কিভাবে জীবন্ত অবস্থায় সমুদ্রে এসে পড়ল তা নিয়ে কিছুটা হলেও ভাবাচ্ছে বন কর্মীদের।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: ঢেউ-এ ভেসে এল জীবন্ত ডলফিন! দিঘায় সেলফি তুলতে পর্যটকদের হুড়োহুড়ি
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement