Panchetgarh Heritage Raj Bari|| শুধু আর দিঘা নয়, সপ্তাহান্তে ঘুরে আসুন ৪০০ বছরের পুরনো পঁচেট গড় হেরিটেজ রাজবাড়ি

Last Updated:
Panchetgarh Heritage Raj Bari at East Medinipur: সপ্তাহের শেষে ছুটি কাটাতে শুধু দিঘা কেন, দিঘার পাশাপাশি দিঘার কাছেই ঘুরে আসুন এই রাজবাড়ি।
1/13
*বহু মানুষের পছন্দের জায়গা পুরনো আমলের রাজবাড়ি জমিদার বাড়ি। তাই বর্তমানে পুরাতন আমলের রাজবাড়ি ও জমিদার বাড়ি ঘিরে ট্যুরিজম গড়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার এখনও পর্যন্ত যে দুটি রাজবাড়ি পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা শুরু হয়েছে তা হল মহিষাদল রাজবাড়ি ও পঁচেট গড় রাজবাড়ি। তথ্য ও ছবি: সৈকত শী। 
*বহু মানুষের পছন্দের জায়গা পুরনো আমলের রাজবাড়ি জমিদার বাড়ি। তাই বর্তমানে পুরাতন আমলের রাজবাড়ি ও জমিদার বাড়ি ঘিরে ট্যুরিজম গড়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার এখনও পর্যন্ত যে দুটি রাজবাড়ি পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা শুরু হয়েছে তা হল মহিষাদল রাজবাড়ি ও পঁচেট গড় রাজবাড়ি। তথ্য ও ছবি: সৈকত শী। 
advertisement
2/13
*ঐতিহাসিক গুরুত্বের ক্ষেত্রে পঁচেটগড় রাজবাড়ি উল্লেখ্যযোগ্য। পঁচেটগড় রাজবাড়ি ২০১৮ সালে হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে।প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদুনাথ ভট্টাচার্য এই রাজবাড়ির বেশ কিছু সদস্যদের গান শিখিয়েছিলেন। এরকমই নানান ইতিহাস সমৃদ্ধ পঁচেটগড় রাজবাড়িতে চাইলেই একদিন রাজ অথিতি হওয়া যায়।
*ঐতিহাসিক গুরুত্বের ক্ষেত্রে পঁচেটগড় রাজবাড়ি উল্লেখ্যযোগ্য। পঁচেটগড় রাজবাড়ি ২০১৮ সালে হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে।প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদুনাথ ভট্টাচার্য এই রাজবাড়ির বেশ কিছু সদস্যদের গান শিখিয়েছিলেন। এরকমই নানান ইতিহাস সমৃদ্ধ পঁচেটগড় রাজবাড়িতে চাইলেই একদিন রাজ অথিতি হওয়া যায়।
advertisement
3/13
*পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকে অবস্থিত পঁচেট গড় রাজবাড়ি। দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ ইতিহাস। এই রাজবাড়ির পূর্বপুরুষ কালা মুরারিমোহন দাস মহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক। তাঁর সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লীর মুঘল দরবারে। মোগল সম্রাট ঔরঙ্গজেব তাম্রলিপ্ত বন্দরে প্রশাসকের কাজ দেন। তার কাজে খুশি হয়ে মোঘল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গীর দান করেন।
*পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকে অবস্থিত পঁচেট গড় রাজবাড়ি। দাস মহাপাত্র পরিবারের এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে আছে চমকপ্রদ ইতিহাস। এই রাজবাড়ির পূর্বপুরুষ কালা মুরারিমোহন দাস মহাপাত্র ছিলেন বিখ্যাত সেতার বাদক। তাঁর সেতার বাজানোর খ্যাতি পৌঁছে যায় দিল্লীর মুঘল দরবারে। মোগল সম্রাট ঔরঙ্গজেব তাম্রলিপ্ত বন্দরে প্রশাসকের কাজ দেন। তার কাজে খুশি হয়ে মোঘল সম্রাট ঔরঙ্গজেব পটাশপুর পরগনার জায়গীর দান করেন।
advertisement
4/13
*শিবের উপাসক এই দাস মহাপাত্র বংশের পূর্ব পুরুষরা। স্থাপন করে পঞ্চ শিবের মন্দির। পঞ্চ শিবমন্দির লোকমুখে পরিবর্তিত হতে হতে আজকে এই পঁচেট গড়। পরে এই রাজপরিবার বৈষ্ণব ধর্মের অনুরাগী হয়। স্থাপিত হয় বর্তমান কুল দেবতা কিশোর রাই জিউর মন্দির।
*শিবের উপাসক এই দাস মহাপাত্র বংশের পূর্ব পুরুষরা। স্থাপন করে পঞ্চ শিবের মন্দির। পঞ্চ শিবমন্দির লোকমুখে পরিবর্তিত হতে হতে আজকে এই পঁচেট গড়। পরে এই রাজপরিবার বৈষ্ণব ধর্মের অনুরাগী হয়। স্থাপিত হয় বর্তমান কুল দেবতা কিশোর রাই জিউর মন্দির।
advertisement
5/13
*স্থাপত্য শিল্পকলার দিক থেকে বিভিন্ন মন্দির ও বিভিন্ন স্থাপত্য বিভিন্ন স্থাপত্য ঘরানার নিদর্শন পাওয়া যায় পঁচেট গড়ে। বাংলার পঞ্চরত্ন স্থাপত্যকলা থেকে ওড়িশার রথ দেউল স্থাপত্য কলা এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়। এ ছাড়াও বিভিন্ন স্থাপত্য পাশ্চাত্য রীতির নিদর্শন পাওয়া যায়।
*স্থাপত্য শিল্পকলার দিক থেকে বিভিন্ন মন্দির ও বিভিন্ন স্থাপত্য বিভিন্ন স্থাপত্য ঘরানার নিদর্শন পাওয়া যায় পঁচেট গড়ে। বাংলার পঞ্চরত্ন স্থাপত্যকলা থেকে ওড়িশার রথ দেউল স্থাপত্য কলা এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়। এ ছাড়াও বিভিন্ন স্থাপত্য পাশ্চাত্য রীতির নিদর্শন পাওয়া যায়।
advertisement
6/13
*পঁচেট গড়ের জমিদাররা ছিলেন সঙ্গীত, শিল্প ও ধর্মের সত্যিকারের সহযোগী। রাজবাড়ির সেন্ট্রাল হলকে 'দ্য জলসাঘর' (যেখানে জলসা পরিবেশন করা হত) বলা হয়। এখানে এক সময় ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন।
*পঁচেট গড়ের জমিদাররা ছিলেন সঙ্গীত, শিল্প ও ধর্মের সত্যিকারের সহযোগী। রাজবাড়ির সেন্ট্রাল হলকে 'দ্য জলসাঘর' (যেখানে জলসা পরিবেশন করা হত) বলা হয়। এখানে এক সময় ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন।
advertisement
7/13
*পঁচেট গড় এক সময় ভারতীয় ভক্তি সঙ্গীত ও কীর্ত্তনের প্রধান পৃষ্ঠপোষক ছিল। যদু ভট্ট (যদুনাথ ভট্টাচার্য) বাংলার অন্যতম 'বিষ্ণুপুর ঘরানা' থেকে বেরিয়ে আসা সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ। যদু ভট্ট পঞ্চেতগড়ের রাজবাড়ির প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন কিছু সময়ের জন্য। তিনি পঞ্চেতগড় রাজপরিবারের কিছু সদস্যকে সঙ্গীতও শিখিয়েছিলেন।
*পঁচেট গড় এক সময় ভারতীয় ভক্তি সঙ্গীত ও কীর্ত্তনের প্রধান পৃষ্ঠপোষক ছিল। যদু ভট্ট (যদুনাথ ভট্টাচার্য) বাংলার অন্যতম 'বিষ্ণুপুর ঘরানা' থেকে বেরিয়ে আসা সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ। যদু ভট্ট পঞ্চেতগড়ের রাজবাড়ির প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন কিছু সময়ের জন্য। তিনি পঞ্চেতগড় রাজপরিবারের কিছু সদস্যকে সঙ্গীতও শিখিয়েছিলেন।
advertisement
8/13
*বর্তমানে হেরিটেজ স্বীকৃতি পাওয়া রাজবাড়ি ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। রাজবাড়ির অন্দরেই থাকা খাওয়ার ব্যবস্থা। বর্তমান সময়ে অনেকেই ভালোবাসেন সপ্তাহের শেষে দু-এক দিন কোনও প্রাচীন রাজবাড়িতে সময় কাটাতে। ইতিহাসের পাশাপাশি কড়ি বর্গার ছাদের নিচে আশ্রয় আলাদা রোমাঞ্চকতা সৃষ্টি করে।
*বর্তমানে হেরিটেজ স্বীকৃতি পাওয়া রাজবাড়ি ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। রাজবাড়ির অন্দরেই থাকা খাওয়ার ব্যবস্থা। বর্তমান সময়ে অনেকেই ভালোবাসেন সপ্তাহের শেষে দু-এক দিন কোনও প্রাচীন রাজবাড়িতে সময় কাটাতে। ইতিহাসের পাশাপাশি কড়ি বর্গার ছাদের নিচে আশ্রয় আলাদা রোমাঞ্চকতা সৃষ্টি করে।
advertisement
9/13
*প্রাচীন জনপদের ইতিহাসের হাতছানি আপনাকে নিয়ে যাবে ৪০০ বছর পিছনে। বর্তমানে রাজবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে হোম স্টে। কড়ি বর্গার ছাদে প্রাচীন রাজবাড়ির অন্দরে রাত্রি কাটানোর রয়েছে সুবন্দোবস্ত।
*প্রাচীন জনপদের ইতিহাসের হাতছানি আপনাকে নিয়ে যাবে ৪০০ বছর পিছনে। বর্তমানে রাজবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে হোম স্টে। কড়ি বর্গার ছাদে প্রাচীন রাজবাড়ির অন্দরে রাত্রি কাটানোর রয়েছে সুবন্দোবস্ত।
advertisement
10/13
*পঁচেট গড় রাজবাড়িতে দু ধরনের হোমস্টের বন্দোবস্তব রয়েছে। এক মডার্ন হাউস, দুই তিলোত্তমা হেরিটেজ স্যুইট। মর্ডান হাউসের ভাড়া ২,২০০ টাকা। তিলোত্তমা হেরিটেজ রুমের জন্য ভাড়া ৫০০০ টাকা। ভাড়া উভয় ক্ষেত্রে এক দিনের জন্য।
*পঁচেট গড় রাজবাড়িতে দু ধরনের হোমস্টের বন্দোবস্তব রয়েছে। এক মডার্ন হাউস, দুই তিলোত্তমা হেরিটেজ স্যুইট। মর্ডান হাউসের ভাড়া ২,২০০ টাকা। তিলোত্তমা হেরিটেজ রুমের জন্য ভাড়া ৫০০০ টাকা। ভাড়া উভয় ক্ষেত্রে এক দিনের জন্য।
advertisement
11/13
*কলকাতা থেকে পঁচেটগড় রাজবাড়ির দূরত্ব মাত্র ১৯০ কিলোমিটার। সহজেই সড়কপথে পৌঁছনো যায় পঁচেট গড় রাজবাড়িতে। কলকাতা থেকে কোলাঘাট ও কাঁথি হয়ে পঁচেটগড় রাজবাড়িতে আসা যায়। বাস কিংবা ছোটগাড়ি করে পঁচেটগড় আসা যায়। পঁচেটগড়ে অবস্থিত অনেক মন্দিরের পাশাপাশি রয়েছে এগরার হাটখোলা মন্দির। ঘুরে আসতে পারেন কাছেপিঠেই মাদুর শিল্পের অন্যতম জায়গা পশ্চিম মেদিনীপুর সবং।
*কলকাতা থেকে পঁচেটগড় রাজবাড়ির দূরত্ব মাত্র ১৯০ কিলোমিটার। সহজেই সড়কপথে পৌঁছনো যায় পঁচেট গড় রাজবাড়িতে। কলকাতা থেকে কোলাঘাট ও কাঁথি হয়ে পঁচেটগড় রাজবাড়িতে আসা যায়। বাস কিংবা ছোটগাড়ি করে পঁচেটগড় আসা যায়। পঁচেটগড়ে অবস্থিত অনেক মন্দিরের পাশাপাশি রয়েছে এগরার হাটখোলা মন্দির। ঘুরে আসতে পারেন কাছেপিঠেই মাদুর শিল্পের অন্যতম জায়গা পশ্চিম মেদিনীপুর সবং।
advertisement
12/13
*দিঘা থেকে পঁচেটগড়ের অবস্থান মাত্র ৪৭ কিলোমিটার। দিঘা ফেরার পথে অথবা এখান থেকে দিঘাও ঘুরতে যাওয়া যায়। তাহলে আর উইকেন্ডে শুধু দিঘা কেন দিঘার পাশাপাশি প্রাচীন রাজবাড়ীর ইতিহাস ছুঁয়ে আসা যাক এই রাজবাড়ির সদস্য ফাল্গুনী নন্দন দাস মহাপাত্র এই হোমস্টের তত্ত্বাবধানে রয়েছেন।
*দিঘা থেকে পঁচেটগড়ের অবস্থান মাত্র ৪৭ কিলোমিটার। দিঘা ফেরার পথে অথবা এখান থেকে দিঘাও ঘুরতে যাওয়া যায়। তাহলে আর উইকেন্ডে শুধু দিঘা কেন দিঘার পাশাপাশি প্রাচীন রাজবাড়ীর ইতিহাস ছুঁয়ে আসা যাক এই রাজবাড়ির সদস্য ফাল্গুনী নন্দন দাস মহাপাত্র এই হোমস্টের তত্ত্বাবধানে রয়েছেন।
advertisement
13/13
*ফোনে অগ্রিম বুকিং করে ঘুরে আসুন প্রাচীন জনপদ এই পঁচেট গড়ে। বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ টাকায় অগ্রিম দিতে হয়। যোগাযোগ: 91-7044943794। ই-মেইল: enquiry@panchetgarh.com এবং  www.panchetgarh.com।
*ফোনে অগ্রিম বুকিং করে ঘুরে আসুন প্রাচীন জনপদ এই পঁচেট গড়ে। বুকিং এর ক্ষেত্রে ২৫ শতাংশ টাকায় অগ্রিম দিতে হয়। যোগাযোগ: 91-7044943794। ই-মেইল: enquiry@panchetgarh.com এবং  www.panchetgarh.com।
advertisement
advertisement
advertisement