ক্লাবের সদস্যরা এগরা বন দফতরের বিট অফিসে খবর দেয় খবর পাওয়া মাত্র পঁচেটে ছুটে আসে এগরা বনকর্মীরা ক্লাবের সদস্য দের কাছ থেকে ক্যামিলিয়নটি তারা নিয়ে যায়। এই উদ্ধার হওয়া ক্যামিলিয়নটি দেখতে এলাকার মানুষ উৎসাহি হয়ে পড়েন তখন অসংখ্য মানুষ ভিড় জমান ক্লাব চত্বরে।
আরও পড়ুনঃ পর্যটন মরশুমে জেলার পথ নিরাপত্তায় সচেষ্ট ট্রাফিক বিভাগ
advertisement
ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানান বর্তমান সমাজে এই প্রানি গুলো লুপ্ত প্রায় জঙ্গল ও গাছ কেটে ফেলার ফলে এই প্রানি গুলো এখন বাসস্থান হারিয়েছে তাই লোকালয়ে চলে এসেছে এই প্রানীগুলোকে সংরক্ষণ না করলে আগামী দিনে এগুলো আর থাকবে না, তাই ক্যামিলিয়ন টিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হল। ক্লাবের এই কাজকে সাধুবাদ জানান এলাকাবাসী।
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছর বাদে আলোকিত হবে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে
প্রসঙ্গত নভেম্বর মাসের ৩০ তারিখ দিঘার রেল আবাসনের বাগান থেকে উদ্ধার হয়েছিল একটি ক্যামিলিয়ন। জেলায় পরপর দুটি ক্যামিলিয়ন উদ্ধারের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার বন বিভাগের আধিকারিক অনুপম খান জানান, ক্যামিলিয়ান পূর্ব মেদিনীপুর জেলায় ছিল না বললে ভুল হবে। আগেও ছিল এখনো আছে, আগে দেখা যেত না এখন হয়তো কোন কারনে জনসমক্ষে চলে আসছে। সাধারণ মানুষ আগের চেয়ে এখন অনেক বেশী বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতন। তাই পরপর দুটি ক্যামিলিয়ন উদ্ধার হল।
Saikat Shee