পূর্ব মেদিনীপুরের এই অনুষ্ঠানের শুরুতে পঞ্চকন্যারা পঞ্চতত্ত্ব নিয়ে অশোক এবং বকুল এই দুটি বৃক্ষকে বর এবং কনে সাজিয়ে সুসজ্জিত চতুর্দোলায় নগর পরিক্রমা করে। তারপর শান্তি মন্ত্র পাঠ, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পঞ্চকন্যারা পঞ্চতত্ত্বের সহিত দুটি বৃক্ষকে একটি বন্ধনে আবদ্ধ করে।
আরও পড়ুনঃ বেহাল ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেল সংস্কারের দাবিতে সুর তুলল স্থানীয়রা
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক, নবধারার সদস্যরা এই উৎসবকে কেন্দ্র করে নাচ গান আবৃত্তি ও নাটক পরিবেশন করে। মেয়েদের লোকনৃত্য সবার মন জয় করে।
অম্বিকেশ পন্ডা তত্ত্বাবধানে নাটক পড়শী অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমীর পন্ডা, অর্চিতা মাইতি সহ অন্যান্যরা। বিয়ে বাড়ির অনুষ্ঠান তাই মিষ্টি মুখ, খিচুড়ি ভোজনেরও ব্যবস্থা ছিল।
‘আজাদি কি অমৃত মহোৎসব’ উপলক্ষে ছাত্রীরা খেজুরির বিপ্লবী বীরাঙ্গনা নারীদের শ্রদ্ধাঞ্জলি জানাতে “খেজুরির বীরাঙ্গনা” নামে একটি নৃত্য আলেখ্য উপস্থাপনা করে। সংস্থার তরফ থেকে রুদ্র পন্ডা জানান, নবধারা সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সামাজিক বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে চলছে।
Saikat Shee