Purba Medinipur News: বেহাল ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেল সংস্কারের দাবিতে সুর তুলল স্থানীয়রা 

Last Updated:

জেলার প্রাচীন ও দীর্ঘ ক্যানেল হিজলী টাইডাল ক্যানেল। এই ক্যানেলের সঙ্গে নাম জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর।

+
মহিষাদল

মহিষাদল ব্লক

মহিষাদল: পূর্ব মেদিনীপুরে মহিষাদলের ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেল সংস্কার করার দাবি জানাল স্থানীয়রা। এই ঐতিহাসিক ক্যানেলটি পুরোন দিনে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল। এই ক্যানেলটি একদিকে পর্যটন কেন্দ্র গেঁওখালির কাছে রূপনারায়ণের সঙ্গে সংযুক্ত। অন্যপ্রান্ত ৪০টি মৌজার ওপর প্রবাহিত হয়ে হলদি নদীতে মিশেছে। এই প্রাচীন ক্যানেল একসময় মহিষাদলের প্রাণ ছিল। এই ক্যানেল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিল। বর্তমানে তার অবস্থা বেহাল।
ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেলের গুরুত্ব শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য এর কারণে নয়। এই ক্যানেলের সঙ্গে নাম জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর। কারণ নৌপথে এই চ্যানেলের ওপর দিয়ে যাতায়াত করেছিলেন। কলকাতা থেকে নৌপথে ওড়িশা যাবার সময় হিজলি টাইডল ক্যানেল ওপর দিয়ে যাতায়াত করেছিলেন।
আরও পড়ুনঃ জোগানের খরা কাটিয়ে শীঘ্রই ঢুকবে টন টন ইলিশ, বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে? জানুন
১৯৪৪ সালে মহাত্মা গান্ধী অবিভক্ত মেদিনীপুরে আসেন। প্রথমে তিনি মহিষাদল রাত্রি বাস করেন। তারপর হিজলি টাইডল ক্যানেল দিয়ে নৌকায় করে কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। এই ক্যানেলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
advertisement
advertisement
জেলার প্রাচীন ও দীর্ঘ ক্যানেল হিজলী টাইডাল ক্যানেল। ক্যানেলের উপর নির্ভরশীল এলাকার ২০ থেকে ২৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গিয়েছে। ক্যানেল সংস্কারের দাবি স্থানীয় মানুষজনের। ক্যানেলের জলে চাষবাস, খালে মাছ ধরে সংসার চালায় স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ স্কুল শুরু ও শেষের সময় পথ নিরাপত্তায় বিশেষ উদ্যোগ পুলিশের, খুশি অভিভাবকরা
কিন্তু সংস্কার না হওয়া ও কচুরিপানা জমে ক্যানেল জল ব্যবহার করতে পারছে না স্থানীয় মানুষ, তাই দ্রুত সংস্কারের দাবি উঠেছে। প্রশাসনের পক্ষ জানানো হয়েছে ভোট থাকায় সংস্কারের কাজ করা যায়নি। দ্রুত যাতে সংস্কার করা যায় তার ব্যবস্থা করা হবে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: বেহাল ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেল সংস্কারের দাবিতে সুর তুলল স্থানীয়রা 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement