আরও পড়ুন: বিনামূল্যে কৃষকদের সেচ যন্ত্র বসিয়ে দিচ্ছে সরকার! এইভাবে আবেদন করুন
পূর্ব মেদিনীপুর জেলায় এই মুহুর্তে ৮৩১ জন রেশন ডিলার আছেন। বেশ কয়েকজন ডিলারের মৃত্যু হয়েছে। আবার শাস্তির মুখে পড়ে কয়েকজনের লাইসেন্স বাতিল হয়েছে। সেক্ষেত্রে পাশের দোকানের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ডিলার নিয়োগ করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। রাজ্য সরকার ঠিক করেছে, উপভোক্তাদের বাড়ির কাছে রেশন সামগ্রী পেতে আরও বেশি সংখ্যক ডিলার নিয়োগ করা হবে। যেমন ভগবানপুর-১ ব্লকে ১৫ জন, ভগবানপুর-২ ব্লকে ১৫ জন, কাঁথি-৩ ব্লকে ৮ জন, খেজুরি-২ ব্লকে ১৫ জন, দেশপ্রাণ ব্লকে ৯ জন, পটাশপুর-১ ব্লকে ১৪ জন রেশন নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এইভাবে জেলার ২৫ টি ব্লকেই নতুন রেশন ডিলার নিয়োগ হবে। কিন্তু তা নিয়ে মানুষের মধ্যে বিশেষ উৎসাহ না থাকায় আদৌ লক্ষ্য পূরণ হবে কিনা সে বিষয়ে সংশয়ে পড়েছে খাদ্য সরবরাহ মন্ত্রক।
advertisement
জেলায় মোট ৩২৬ জন নতুন রেশন ডিলার নিয়োগ করা হবে। এখনও পর্যন্ত ২৮৮ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত আবেদন না আসায় গোটা জেলায় মাত্র ১৮ জনকে নিয়োগ করতে সক্ষম হয়েছে খাদ্য সরবরাহ মন্ত্রক।
পূর্ব মেদিনীপুরের জেলা খাদ্য নিয়ামক দীপমালা পাল বলেন, অনেক জায়গায় পর্যাপ্ত আবেদন আসছে না। তাই মানুষকে জানাতে এবং উৎসাহ তৈরি করতে বিকল্প পথে প্রচার চালানো হচ্ছে। উল্লেখ্য, এক সময় রেশন দোকানের ডিলারশিপ পাওয়ার জন্য অনেকেই নেতা-মন্ত্রীদের দোরে দোরে ঘুরতেন। রেশন ডিলারশিপ পাওয়াটা ছিল লটারি জেতার মত ঘটনা। অথচ, এখন ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। এই প্রসঙ্গে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মাধব পাঁজা বলেন, রেশন দোকান চালানোর ঝক্কি অনেক। বিশেষ করে দুয়ারে রেশন পরিষেবা চালু হওয়ার পর ঝামেলা বেড়েছে। সেই তুলনায় কমিশন কম। তাই বর্তমান প্রজন্ম রেশন দোকানের ডিলারশিপ নিতে আগ্রহী হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
সৈকত শী