আরও পড়ুন: ডেঙ্গি সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা প্রশাসন
রেল ভবন সূত্রের খবর, আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নন্দীগ্রাম রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। ২০০৯ সাল থেকে আটকে থাকা স্বপ্নকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন রেল। অগস্ট মাসেই পুনরায় শুরু হচ্ছে নন্দীগ্রাম-দেশপ্রাণ রেললাইন প্রকল্পের কাজ। তমলুক-দিঘা লাইনের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যেই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটাই জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।
advertisement
নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই রেল প্রকল্প। যার কাজ শুরু হতে চলেছে খুব দ্রুতই। তা সত্ত্বেও রেল প্রকল্প নিয়ে বিশেষ আশার আলো দেখছে না স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘুরে গেলেও এই প্রকল্পের জমিদাতারা কিছুটা যেন হতাশ। তাদের বক্তব্য, গোটাটাই দেখদারি। বিশেষ করে জমিদাতাদের পরিবার পিছু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ না হওয়ায় হতাশা আরও বেড়েছে। কবে পরিবারের একজন চাকরি পাবে, কবে এই প্রকল্পের কাজ শেষ হবে তা নিয়ে কিছুটা দিশেহারা স্থানীয়রা।
সৈকত শী