আরও পড়ুন: কংগ্রেসের জয়ী সদস্য দল বদলাতেই বীরভূমে দূর হল বোর্ড গঠনের জটিলতা
পঞ্চায়েত ভোটের সময় ছুটিতে ছিলেন নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরী। সেই জায়গায় দায়িত্ব সামলেছিলেন কাশীনাথ চৌধুরী। ভোট মিটে যাওয়ার পর ছুটি থেকে ফিরে ফের নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুমন রায়চৌধুরী। কিন্তু তাঁকে বেশি দিন সেই পদে রাখল না রাজ্য স্বরাষ্ট্র দফতর। নতুন বিজ্ঞপ্তি জারি করে সুমন রায়চৌধুরীকে তমলুক পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
advertisement
তাঁর পরিবর্তে নন্দীগ্রাম থানার আইসি হয়ে আসছেন হাওড়া জিআরপি-এর তুহিন বিশ্বাস। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসার তুহিন বিশ্বাস এর আগেও নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে তিনি চেনা জায়গাতেই আবার ফিরে আসছেন।
তবে শুধু নন্দীগ্রাম নয় পঞ্চায়েত ভোটের পর পূর্ব মেদিনীপুরের তমলুক থানার আইসি’ও বদল হয়েছে। তমলুক থানার আইসি হিসেবে কর্মরত অরূপ সরকারকে দার্জিলিঙে পাঠানো হয়। তাঁর জায়গায় দায়িত্ব গ্রহণ করেন শান্তনু মণ্ডল। জেলার বিভিন্ন থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক সমীকরণের গুঞ্জন শুরু হলেও জেলা পুলিশের দাবি, এগুলো রুটিন বদলি। এই নন্দীগ্রামেরই বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সেখানকার থানায় বারবার আইসি বদল ঘিরে বিষয়টি নিয়ে বেশি চর্চা হচ্ছে।
সৈকত শী