তার হয়ে চাকরিপ্রার্থীদের টাকা ফেরতে নেমেছিলেন কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ। এক নেতার দুর্নীতি ঢাকতে আরেক নেতার দেওয়া পঁয়ষট্টি লক্ষ টাকার চেক বাউন্স হল। উপ প্রধানের বিরুদ্ধে এসডিপিও-র দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। চাকরির নামে প্রতারনার অভিযোগে ইতিমধ্যেই বাড়ি ছাড়া পার্থ ঘনিষ্ঠ কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুচ্ছাইত।
আরও পড়ুনঃ শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হচ্ছেন ড. মৌসম মজুমদার
advertisement
টাকা ফেরতের দাবিতে একাধিকবার চাকরিপ্রার্থীরা তাঁর কোলাঘাটের বাড়িতে এসে হাজির হয়। অতনুকে বাড়িতে না পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাড়ির সামনে। সেই টাকা ফেরতের দায়ভার নেন কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজিবর তরফদার। কিন্তু তাতেও কারচুপি টাকা ফেরতের জন্য উপপ্রধান দ্বারা দেওয়া চেক ব্যাঙ্কে নিয়ে গেলেই তা বাউন্স করে।
আরও পড়ুনঃ তমলুকের বিভিন্ন বাজারে অদ্ভুতুড়ে আচরণ পথবাতির!
তমলুক SDPO-র কাছে ওই উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ অতনু তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকা নিয়েছেন চাকরি প্রার্থীদের থেকে। ২০০৩ সালে কোলা ১ গ্রাম পঞ্চায়েত সদস্য ও ২০০৮ সালে কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কমাধক্ষ ছিলেন তিনি। কোলা ১ পঞ্চায়েতে অতনুর একটি সুবিশাল বাড়িও রয়েছে। যদিও তার বাড়ি এখন তালাবন্দী। দীর্ঘদিন ধরেই অতনু গুছাইত পলাতক।
Saikat Shee