Purba Medinipur: তমলুকের বিভিন্ন বাজারে অদ্ভুতুড়ে আচরণ পথবাতির!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দিনের বেলায় জ্বলছে পথবাতি, বিদ্যুতের অপচয় হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বা বাজারে থাকা পথবাতিগুলি দিনের বেলাতেও জ্বলছে।
#তমলুক : দিনের বেলায় জ্বলছে পথবাতি, বিদ্যুতের অপচয় হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বা বাজারে থাকা পথবাতিগুলি দিনের বেলাতেও জ্বলছে। আবার কোনও কোনও জায়গায় পথের বাতিগুলি দিনের বেলা জ্বললেও রাতের বেলা বন্ধ থাকছে। এ যেন এক অদ্ভুতুড়ে ব্যাপার! তমলুকের তমলুক শহর, রাধামনি বাজার, নিকাশি বাজার নিমতৌড়ি সহ বিভিন্ন জায়গায় হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে সৌন্দর্যায়ন ও রাতের অন্ধকারে পথ চলতি মানুষের সুবিধার্থে বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। বর্তমানে এই বাতিস্তম্ভ গুলি অদ্ভুতুড়ে আচরণ করছে।
কোথাও দিন রাতের পার্থক্য না বুঝে সারাদিন ধরে জ্বলছে পথবাতি। কোথাও আবার রাতের অন্ধকারে নয় শুধুমাত্র দিনের বেলায় জ্বলছে পথবাতিগুলি। এমনিতেই বিদ্যুতের ইউনিট বিল অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেশি হওয়ায়, বিদ্যুতের বিল দিতে হিমশিম খায় সাধারণ মানুষ। বিদ্যুৎ বাঁচাতে সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। বিদ্যুৎ বাঁচানোর লক্ষ্যে বিদ্যুৎ গ্রাহকদের সচেতনতা পাঠ দেওয়া হয় সেখানে এভাবে দিনের পর দিন পথবাতিগুলি জ্বলছে দিনের আলোয়।
advertisement
আরও পড়ুনঃ ময়নাগড়ের দুর্গে প্রবেশ করতে পারেনি ইংরেজরা, যাবেন নাকি পুজোর ছুটিতে!
সাধারণ মানুষের অভিযোগ দিনের আলোয় বাতিগুলি জ্বলছে যা প্রভূতপরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে। এবিষয়ে প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার বকেয়া টাকা আদায় বেশ কয়েকটি রাজ্যকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র, যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। সে জায়গায় এভাবে বিদ্যুতের অপচয় কিছুতেই মেনে নিতে পারছে না বিভিন্ন বাজারের দোকানদার থেকে পথ চলতি মানুষ। যদিও এ বিষয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদ সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় বিভিন্ন জায়গায় বাতস্তম্ভগুলি দ্রুতই সারানো হবে।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
September 02, 2022 9:03 PM IST