সম্প্রতি দুর্গাচক থানা এলাকার বাসিন্দা কৃশানু মহাপাত্র সমাজ মাধ্যমে একটি সাইটে শ্রেয়া মুখার্জী নামে প্রোফাইল দেখেন। প্রোফাইলে সুন্দরী বাংলাদেশি মডেলের ছবি। পেশায় রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক কৃষানু প্রথমে বুঝতে পারেনি। মহিলার ইনবক্সে মেসেজ করেন। 'মেকআপ ছাড়া তোমাকে আরোও বেশি সুন্দর দেখায়।' পরবর্তীকালে সেই প্রোফাইল থেকে উত্তর আসে।
তারপর ফোন নম্বর আদান-প্রদান। সৌমেনই মেয়ের গলা নকল করে কথা বলতে থাকে কৃশানুর সঙ্গে। মোবাইলে ফোনের মাধ্যমে প্রেম যখন জমে ওঠে তারপরই দফায় দফায় নানা অজুহাতে কৃশানুর কাছ থেকে প্রায় ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় সৌমেন। পরবর্তীকালে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় শ্রেয়া ওরফে সৌমেন। কিন্তু বারবার অনুরোধ সত্বেও কৃশানুর সঙ্গী দেখা করতে রাজি হয়নি সেই এমনকি টাকা ফেরত দেওয়ার প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল। এতে সন্দেহ হয় কৃশানুর।
advertisement
আরও পড়ুন: হঠাৎ বিকট আওয়াজ করে দুলতে থাকে ট্রেন! ভয়াবহ কাণ্ড হলদিয়া-হাওড়া রেলে!
উনিশে সেপ্টেম্বর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করেন তিনি সেই অভিযোগের ভিত্তিতে সোশ্যাল মাধ্যমে নকল প্রোফাইলের আড়ালে থাকা সোমেনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি জেরায় অভিযুক্ত তার অপরাধ কবুল করেছে। বিভিন্ন পুরুষের কাছ থেকে দফায় দফায় বহু লক্ষ টাকা আত্মসাৎ করেছে সে হাওড়ায় জগাছায় এক ব্যক্তির কাছ থেকে ঠিক একই পদ্ধতিতে ৫০ লক্ষ টাকা হাতিয়েছে অভিযুক্ত। পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০১৯ সাল থেকে এই কাজ শুরু করে সৌমেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় গোপন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে শেষরক্ষা হল না অভিযুক্ত সৌমেনের।
Saikat Shee