Midnapore News: হঠাৎ বিকট আওয়াজ করে দুলতে থাকে ট্রেন! ভয়াবহ কাণ্ড হলদিয়া-হাওড়া রেলে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: হলদিয়া থেকে হাওড়া গামী লোকাল ট্রেন বিপত্তির মুখে পড়ল তমলুকের রাজগোদা স্টেশনের কাছে। যাত্রীদের হুড়োহুড়ি শুরু। আহত বেশ কয়েকজন! জানুন বিস্তারিত!
#পূর্ব মেদিনীপুর: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো লোকাল ট্রেনের যাত্রীরা। হলদিয়া থেকে হাওড়াগামী লোকাল ট্রেন বিপত্তির মুখে পড়ল তমলুকের রাজগোদা স্টেশনের কাছে। মূলত ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি। ওই লোকাল ট্রেনটিতে থাকা যাত্রীদের থেকে জানা যায়, রাজগোদা স্টেশন ছেড়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎই বিকট আওয়াজ করে ট্রেনটি দুলতে থাকে। ওই অবস্থায় কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায় ট্রেনটি। নামার জন্য ওই লোকাল ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তাড়াহুড়ো হয়ে নামতে গিয়ে অনেক যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন।হলদিয়া স্টেশন ছেড়ে হাওড়া যাচ্ছিল লোকাল ট্রেনটি।
সপ্তাহের অন্যতম ব্যস্ততম দিন হওয়ায় ট্রেনে যাত্রীদের ভিড়ও ছিল বেশ ভাল। আর ঠিক সেই সময় হাওড়া যাওয়ার পথে রাজগোদা স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে ঘটে বিপত্তি। আচমকাই প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। তার জেরে আতঙ্ক ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। আতঙ্কিত হয়ে ট্রেন থেকে তাড়াতাড়ি করে নামার চেষ্টা করেন তাঁরা। আর তাতেই আহত হন ১০-১২ জন যাত্রী।
advertisement
advertisement
তবে আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর ট্রেনে থাকা যাত্রা অভিযোগ তুলেছেন। তারা জানায় সঠিকভাবে লাইন মেইন্টেনেন্স না করার জন্য এই বিপত্তি। তাদের আরও অভিযোগ দীর্ঘক্ষন তীব্র রোদের মধ্যে ট্রেন লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকলেও রেলের তরফ থেকে কোন সহায়তা পাওয়া যায়নি। কী ভাবে ওভারহেডের তার ছিঁড়ে গেল তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রেলের পক্ষ থেকে, এই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
Saikat Shee
Location :
First Published :
October 14, 2022 7:28 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: হঠাৎ বিকট আওয়াজ করে দুলতে থাকে ট্রেন! ভয়াবহ কাণ্ড হলদিয়া-হাওড়া রেলে!