পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দুর্ঘটনা কমাতে বেশ কিছু বন্ধ থাকা আন্ডারপাস নতুন করে চালু করা হয়েছে। তমলুক থানা অন্তর্গত উত্তর নারিকেলদার কাছে জাতীয় সড়কের আন্ডারপাস দীর্ঘদিন বন্ধ থাকার পর জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে চলতি বছরের মে মাসে আন্ডারপাস চালু করে জেলা পুলিশ প্রশাসন। কিন্তু বর্তমানে ওই আন্ডার পাস চলার অযোগ্য। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এবং কাদা উঠে আসে।
advertisement
আরও পড়ুন: ফের খুনের হুমকি! তড়িঘড়ি থানায় ছুটলেন সলমন খান! দানা বাঁধছে রহস্য
এছাড়াও রাধামনির কাছে আন্ডারপাসটি সব সময় জলে মগ্ন থাকায় চলাচলে অসুবিধার সম্মুখীন হন মানুষজন। সাধারণ মানুষের দাবি, দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের ওপর দিয়ে পারাপার বন্ধ করেছে ঠিকই। কিন্তু আন্ডারপাস ঠিক না থাকায় বর্ষাকালে চলাচল করা দায়। আন্ডারপাস মানুষের যাতায়াতের যোগ্য করে তোলা হোক। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি ট্রাফিক পবিত্র কুমার বারিক জানান, " বেশ কিছু আন্ডার পাস চলাচলের উপযুক্ত নয়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি ও পুলিশ প্রশাসন যৌথভাবে সমীক্ষা করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে আন্ডার পাসগুলি চলাচলের যোগ্য করে তোলার কাজ হাইওয়ে অথরিটি যাতে দ্রুত করে সেদিকে আমাদের নজর রয়েছে।"
Saikat Shee





