কি কারনে আগুন বেরোচ্ছে তা নিয়ে ধন্দে রয়েছে এলাকাবাসী। সূত্রে জানা যায় ওই পানীয় জলের কল থেকে দীর্ঘদিন ধরে জল পড়ছিল। কিন্তু হঠাৎ করেই ভোল বদল ১৭ অক্টোবর সোমবার রাত্রি সাড়ে আটটার পর থেকে। সর্বপ্রথম ওই সময়ই ওই পানীয় জলের কল থেকে আগুনের লেলিহান শিখা দেখতে প্রায় এলাকাবাসী। এলাকাবাসী জানায় পানীয় জলের কল থেকে জল পড়া বন্ধ হয়ে গ্যাস বেরতে থাকে। তারপর আগুনের শিখা। আগুনের লেলিহান শিখার তীব্রতা এতটাই যে দিনের বেলায় স্পষ্ট ধরা পড়ছে।
advertisement
আরও পড়ুন: শ্মশানে শব দেহ না এলে শুরু হয় না মায়ের ভোগ! বীরভানপুর মহাশ্মশানের কালীপুজোর অজানা কাহিনি!
এই ঘটনা ঘিরে চন্ডিপুরের ওই রায়পুর গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসী আশঙ্কা করছে পানীয় জলের ফলে লেলিহান আগুনের শিখা থেকে এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটবে। ঘটনার খবর পেয়ে চন্ডিপুর ব্লকের বিডিও ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে কলের পাইপ তুলে বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞ টিম দ্বারা তদন্ত করা হবে।
Saikat Shee