Exclusive| Kali Puja 2022 : শ্মশানে শব দেহ না এলে শুরু হয় না মায়ের ভোগ! বীরভানপুর মহাশ্মশানের কালীপুজোর অজানা কাহিনি!

Last Updated:

Kali Puja 2022 :কালীপুজোর শুরু করেছিলেন ডাকাত সর্দার ভবানী পাঠক। শ্মশানের পাশে দেবী কালীর পুজো দিয়ে তিনি রওনা দিতেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে। জানুন মহাকালীর নানা অজানা কাহিনি!

+
দুর্গাপুর

দুর্গাপুর মহাশ্মশানের কালী মন্দির।

#পশ্চিম বর্ধমান : কালীপুজো বাঙালির কাছে শুধুমাত্র আলোর উৎসব নয়। নয় শুধুমাত্র ভক্তির পুজো। কালী পুজোকে কেন্দ্র করে বাংলার গ্রামে গঞ্জের একাধিক জায়গায় নানা কাহিনি প্রচলিত রয়েছে । সেই সমস্ত পুজো গুলি নিজের দিক থেকে সেরা। এই পুজোগুলি স্থানীয় এলাকার মানুষের কাছে সেরা। তবে আজ আপনাদের জানাবো দুর্গাপুর বীরভানপুরের মহাশ্মশানের কালীপুজো সম্পর্কে। যেখানে বর্তমানে রয়েছে পাথরের মূর্তি। তবে প্রচলিত রয়েছে, এই কালীপুজোর শুরু করেছিলেন ডাকাত সর্দার ভবানী পাঠক। শ্মশানের পাশে দেবী কালীর পুজো দিয়ে তিনি রওনা দিতেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে।
এখানে দেবী শ্মশান কালী রূপে বিরাজমান থাকলেও, দেবী পূজিত হন বৈষ্ণব মতে। এখানে ছাগল বলি প্রথা নিষিদ্ধ। তবে জানা যায়, শ্মশানে শব দেহ না আসা পর্যন্ত দেবীর ভোগ নিবেদন করা হয় না। আবার মন্দির চত্বরেই রয়েছে পঞ্চমুন্ডির আসন। যা মন্দির কমিটির লোকজন রেলিং দিয়ে ঘিরে রেখেছেন। তারা দাবি করেন, যে কোন সাধারণ মানুষ এই আসনে বসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন।
advertisement
advertisement
মন্দির কমিটির লোকজন জানিয়েছেন, প্রায় ২০০ বছরের প্রাচীন এই কালী মন্দির। কালীপুজোয় এই মন্দিরে হয় বাৎসরিক উৎসব। দীপান্বিতা অমাবস্যয় হয় বিশেষ পুজো। শব দেহ না আসা পর্যন্ত এই মন্দিরে ভোগ নিবেদন করা হয় না। কিন্তু সময়ের আগে প্রতিদিন শব দেহ চলে আসে। আর এই মন্দিরে ছাগল বলি প্রথা বন্ধ রয়েছে। কেউ মানত করে মন্দিরে ছাগল উৎসর্গ করলে, ছাগলটিকে মন্দির চত্বরেই ছেড়ে রাখা হয়। ছাগল গুলি মারা গেলে তাদের সমাধিস্থ করা হয়। আর মন্দিরে থাকা পঞ্চমুন্ডির আসন রেলিং এর ঘেরাটপে থাকে। যেখানে সর্বদা নজর রাখেন মন্দির কমিটির সদস্যরা। তারা বলেন, তন্ত্র-মন্ত্রে অপুট কেউ এই আসনে বসলে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন। তাই এই নিরাপত্তা ব্যবস্থা। তাই কালী পুজোর সময় চাইলে একদিন ঘুরে যেতে পারেন রহস্যময় পরিবেশে ঘিরে থাকা বীরভানপুর মহাশ্মশানের কালী মন্দির থেকে। যেখানে বর্তমানে চলছে সৌন্দর্যায়নের কাজ।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Exclusive| Kali Puja 2022 : শ্মশানে শব দেহ না এলে শুরু হয় না মায়ের ভোগ! বীরভানপুর মহাশ্মশানের কালীপুজোর অজানা কাহিনি!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement