TRENDING:

Midnapore News: দিঘায় জগন্নাথ ধামের পর এবার সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের তলদেশে আন্ডার ওয়াটার পার্ক 

Last Updated:

Midnapore News: পর্যটকদের জন্য সুখবর। একেবারে সিঙ্গাপুরের মতো সমুদ্রের নীচে তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার পার্ক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: লক্ষ্য বিদেশি পর্যটক। দিঘায় জগন্নাথ ধামের পর এবার সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের তলদেশে আন্ডার ওয়াটার পার্ক নির্মাণের পরিকল্পনা। পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। সারা বছরই পর্যটকের সমাগম লেগে থাকে পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায়। বছরের প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটে। তাই বারবার দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। দিঘায় চলছে জগন্নাথ ধাম নির্মাণের কাজ সেই সঙ্গে নেওয়া হয়েছে চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা। এবার দিঘাতে আন্ডার ওয়াটার পার্ক নির্মাণের জন্য জায়গা খোঁজার কাজ শুরু করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে এই উদ্যোগ।
 আন্ডার ওয়াটার টানেল প্রতিচ্ছবি
 আন্ডার ওয়াটার টানেল প্রতিচ্ছবি
advertisement

দিঘাকে সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে আন্ডারওয়াটার পার্ক বা টানেল তৈরি করার পরিকল্পনা একটি। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট জায়গা দেখে নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে দিঘা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণের কারণ হয়ে দাঁড়াবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

advertisement

সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকার তাদের এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য যেখানে সাবমেরিন মিউজিয়াম রয়েছে ঠিক তার পাশেই এমন আন্ডারওয়াটার টানেল তৈরি করার বিষয়ে চিন্তাভাবনা করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আগত পর্যটকরা সমুদ্রের নিচে কেমন দৃশ্য হয় তা চাক্ষুস করার সুযোগ পাবেন। সিঙ্গাপুর সহ বিদেশের বিভিন্ন জায়গায় সমুদ্র তলদেশে এই আন্ডার ওয়াটার পার্ক থাকলেও ভারতে এই প্রথম এই ধরনের আন্ডার ওয়াটার পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হল। অ্যাক্রালিকের সুড়ঙ্গ তৈরি হওয়ার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায়, নতুন এই প্রজেক্ট বাস্তবায়িত করার জন্য দায়িত্বভার দেওয়া হয়েছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকোর উপর। এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় তার জন্য ভারত তথা আন্তর্জাতিক সংস্থাগুলিকে আহবান জানানো হয়েছে। তবে দিঘায় একটি মেরিন অ্যাকোয়ারিয়াম ও রিজিওনাল সেন্টারের উদ্বোধন করা হলেও তা জনপ্রিয়তা লাভ করেনি।

advertisement

তবে সমুদ্রের নিচে নতুন যে আন্ডারওয়াটার টানেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের করা হবে বলে জানা যাচ্ছে। এই আন্ডারওয়াটার টানেল তৈরি করা হবে সিঙ্গাপুরের মত। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মন্ডল জানান, '' দিঘায় এই আন্ডার ওয়াটার পার্ক বা আন্ডারওয়াটার টানেল তৈরির জায়গা চিহ্নিতকরণের সম্প্রতি চিঠি এসেছে। জায়গা খোঁজার কাজ চলছে। যদিও ইতিমধ্যেই এই আন্ডার ওয়াটার পার্ক বা টানেল নিয়ে জেলাবাসি বা পর্যটকদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ দেখা দিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিমা, মণ্ডপ ছেড়ে নজর ধূপকাঠিতে! যেন 'একাই একশো', সুগন্ধে মাতিয়ে দিচ্ছে গোটা এলাকা
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: দিঘায় জগন্নাথ ধামের পর এবার সিঙ্গাপুরের ধাঁচে সমুদ্রের তলদেশে আন্ডার ওয়াটার পার্ক 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল