চাষিদের মধ্যে প্রবল উদ্দীপনা পরিলক্ষিত হয়। বহু চাষি তাদের বঞ্চনার কথা তুলে ধরে তাদের স্বাক্ষর দেন। সমন্বয় সমিতির রাজ্য আহ্বায়ক বিবেকানন্দ রায়, জেলা কমিটির কোষাধ্যক্ষ প্রবীর প্রধান, সম্পাদক সোমনাথ মাইতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় কমিটির সদস্যরা বলেন, কোন হঠকারিতা নয়, সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। গুছিতে বাড়তি পান দেওয়া বন্ধের দাবিতে যেমন আন্দোলন চলছে তেমনি পানকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া, বুকিং সমস্যার সমাধান করা, আড়তদারি কমানো, ঘুষ- ভাঙানি প্রভৃতি বিষয়ে জুলুমবাজি বন্ধ করা সহ চাষিদের নানান দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি।
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার কাছে আগামী দিনে বিষয়গুলি নিয়ে হাজার হাজার মানুষের গণ স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। এদিন নিমতৌড়ি এবং উত্তর নারকেলদা পান বাজারে স্বাক্ষর সংগ্রহিত হয়। বিভিন্ন জেলায় চাষিদের সংগঠিত করা হচ্ছে। পাশাপাশি বর্তমান সমস্যাগুলি নিয়ে আজ জেলার হর্টিকালচার দফতর এবং জেলা শাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হবে। তারা বলেন ঐক্যবদ্ধ চাষি আন্দোলনে দাবি আদায় করতে পারে। তাই এলাকায় কমিটি গড়ে তোলার জন্য তিনি চাষিদের কাছে আহ্বান জানান।
Saikat Shee