মূলত কৃষি প্রধান অর্থনীতি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার মোট আয়তনের বেশিরভাগ কৃষিযোগ্য জমি। আউশ আমন ও বোরো ধানের চাষের পাশাপাশি ডাল তৈল বীজ ও শাকসবজির চাষ হয় পূর্ব মেদিনীপুর জেলায় ডাল তৈল বীজ ও শাক সবজি এলাকাভিত্তিক চাষ হলেও তিন ধরনের ধান চাষ পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্রই হয়ে থাকে। এছাড়াও কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকে কৃষকেরা শীতকালীন শাক সবজির পাশাপাশি ফুল চাষ করেন। এই জেলায় পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক বাদ দিয়ে প্রায় প্রতিটি ব্লকে পান চাষ হয়। পূর্ব মেদিনীপুর জেলায় এ বছর আমন ধান চাষ হয়েছে প্রায় আড়াই লক্ষের বেশি হেক্টর এলাকা জুড়ে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার মানুষের চাষবাসি মূল জীবিকা। এবছর বৃষ্টির তারতম্যের কারণে চাষবাসের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। তাছাড়া প্রতিনিয়ত বাড়ছে চাষবাসের খরচ কিন্তু ফসল বা শস্যের দাম সেভাবে না বাড়ায় চাষীদের আয় কমেছে অনেকটাই। ফলে চাষবাস করে সংসারের বোঝা টানতে হিমশিম কাছে জেলার কৃষকেরা। সেই সব কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধির ১২ তম কিস্তির টাকা জমা হল। কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকারর এই প্রকল্প চালু করেছে।
আরও পড়ুন: বিধাননগর জুড়ে ভয় ধরাচ্ছে জ্বর! জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দফতর সূত্রে জানা যায়। কেন্দ্র সরকারের দেওয়া কৃষক সম্মান নিধি জন্য জেলার প্রায় সাড়ে সাত লক্ষের ওপর কৃষক এই কৃষক সম্মান নিজের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। তার মধ্যে থেকে এই ১২ তম কিস্তির টাকা সাড়ে ছয় লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। অনেক কৃষক নতুন করে আবেদন করেছে এই কৃষক সম্মান নিধি পাওয়ার জন্য তাদের দেওয়া সমস্ত তথ্য যাচাইয়ের কাজ চলছে। আগামী দিনে ওই সব কৃষকেরাও এই যোজনায় অন্তর্ভুক্ত হবে। দীপাবলীর আগেই কৃষকদের একাউন্টে জমা হতে শুরু করেছে যেসব সম্মান নিধির টাকা আর তাতেই খুশি জেলার কৃষকেরা।
Saikat Shee