North 24 Parganas News: বিধাননগর জুড়ে ভয় ধরাচ্ছে জ্বর! জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: কালী পুজোর আগেই জ্বরে ভুগছে গোটা জেলার মানুষ। ঘরে ঘরে জ্বর। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি!
#উত্তর ২৪ পরগনা: সামনেই কালীপুজো, তবে উৎসবের মরসুমে ভয় ধরাচ্ছে ডেঙ্গি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণায় ডেঙ্গি বাড়ছে দিন দিন। তবে সবচেয়ে আতঙ্কের জায়গা বিধাননগর।পুর তথ্য বলছে এখানে প্রতি তিনজনের মধ্যে একজন জ্বরে ভুগছেন। যাদের মধ্যে আবার বেশিরভাগ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। কালী পুজোর আগে এমন সতর্কবানীতে ঘুম উড়ে গেছে পুর কর্তাদের। সল্টলেকে ডেঙ্গির বাড় বাড়ন্ত নিয়ে ইতিমধ্যেই বিধাননগররের মেয়রকে ভর্তসনা করেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুর মন্ত্রী। ডেঙ্গি সচেতনতা ও জঞ্জাল, নর্দমা সাফাই এর জোর দিতে বলেছে পুর ও নগরোয়ন্নন দফতর।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিগত বছরের সমস্ত রেকর্ড ভেঙে ক্রমাগত ডেঙ্গি বাড়ছে বিধাননগর সহ গোটা কলকাতা শহরে। পিছিয়ে নেই শহরতলি এমনকি মফস্বল গুলিও। এই মূহুর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। গত কয়েকদিন আগে ডলি বৈদ্য নামে ব্যারাকপুরের এক যুবতী ডেঙ্গির বলি হয়েছেন। স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী শুধু কলকাতা শহর বা লাগোয়া উত্তর ২৪ পরগনা এলাকায় নয়, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণার প্রত্যন্ত গ্রামীন এলাকাগুলোতেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে দ্রুত হারে।
advertisement
স্বাস্থ্য আধিকারিকরা বারবার অনুরোধ করছেন শুরুতেই ডেঙ্গির পরীক্ষা করার জন্য। অভিযোগ, জ্বর হলেই লোকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে বা নিজেরাই ওষুধ কিনে খাচ্ছেন। অবস্থা গুরুতর হলে তখন হাসপাতালে যাচ্ছেন বা ডেঙ্গির পরীক্ষা করাচ্ছেন। ততক্ষনে বিপদ অনেকটা বেরে যাচ্ছে।শহরের তুলনায় গ্রামীন এলাকায় জঞ্জাল সাফাই, নিকাশি নালা না থাকায় সেখানে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। উত্তর ২৪ পরগণার বনগাঁ, বসিরহাট, বারাসত, মধ্যমগ্রাম, রাজারহাট, হাড়োয়া এলাকায় ডেঙ্গির দাপট যথেষ্ট ভয় ধরাচ্ছে এলাকার বাসিন্দাদের।
advertisement
advertisement
কলকাতা লাগোয়া বিধাননগরে ছ’শোর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত। পজিটিভিটির রেট ৩০ ছুঁই ছুঁই অর্থাৎ প্রতি তিন জন মানুষ ডেঙ্গির পরীক্ষা করালে তার মধ্যে একজন ডেঙ্গিতে আক্রান্ত। যা অন্য যে কোন পুরসভা এলাকার থেকে সবচেয়ে বেশি। ইতিমধ্যে বেশ কয়েকজন আক্রান্ত ডেঙ্গিতে মারা যাওয়ায় আতঙ্ক অনেক বেশি ছড়িয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষ যেমন পুরসভার গাফিলতির দিকে আঙুল তুলেছে তেমনি পাল্টা পুরসভা সাধারণ মানুষের উদাসীনতাকে দায়ী করেছে। বিধাননগরের স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ বানীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ডেঙ্গি দমনে পুরসভার পক্ষ থেকে যা যা করনীয় তা সবই করা হচ্ছে। উৎসবের মধ্যেও পুর কর্মীদের ছুটি নেই। রাতদিন কাজ করছে ভেক্টর কন্ট্রোল ইউনিট। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
October 18, 2022 6:02 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিধাননগর জুড়ে ভয় ধরাচ্ছে জ্বর! জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা