TRENDING:

Ratha Yatra Utsav: রথ এলেই খুশিতে মাতে কোলাঘাটের মালাকার পাড়া

Last Updated:

রথযাত্রার সময় প্রতিবছর খুশির ঢেউ ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায়। এখানকার কারিগররা গত দু'মাস ধরে রথ তৈরিতে ব্যস্ত থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই রথ। পুরীর জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথের পাশাপাশি বাংলাতেও মহা ধুমধাম করে নানান জায়গায় টানা হবে রথ। মাহেশ, ইসকন, মহিষাদলের রাজবাড়ির মতো বাংলায় যেমন বহু ঐতিহ্যবাহী রথ টানা হয় তেমনই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের মতো করে ছোট ছোট রথ টানে।
advertisement

আরও পড়ুন: কৃষ্ণনগরের এই বাড়িতে আজও গ্রামোফোনে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী

রথযাত্রার সময় প্রতিবছর খুশির ঢেউ ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায়। এখানকার কারিগররা গত দু’মাস ধরে রথ তৈরিতে ব্যস্ত থাকেন। এখানে মূলত থার্মোকল দিয়ে রথ তৈরি হয়। কোলাঘাটের এই থার্মকলের রথ স্থানীয় কোলাঘাটের বাজার সহ ঘাটাল, খড়গপুর, তমলুক, হলদিয়া, বাগনানেও সরবারহ করা হয়। ৩০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা দামেও এই বছর বিক্রি হোক হয়েছে এখানকার কারিগরদের তৈরি রথ।

advertisement

এখানকার কারিগররা শোলা দিয়ে দেব-দেবীর অঙ্গসজ্জার গহনা বানান। পাশাপাশি থার্মোকল- শোলা দিয়ে ছোট ছোট রথ তৈরি করা হয়। গত কয়েকদিন ধরে এখানে বিক্রিবাটা বেশ ভালোই হয়েছে। কিন্তু সোমবার থেকে বৃষ্টি শুরু হওয়ার কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ মালাকার পাড়ার কারিগরদের। যদিও তাঁদের আশা, মঙ্গলবার সকালের মধ্যে সমস্ত রথ বিক্রি হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Ratha Yatra Utsav: রথ এলেই খুশিতে মাতে কোলাঘাটের মালাকার পাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল