আরও পড়ুন: কৃষ্ণনগরের এই বাড়িতে আজও গ্রামোফোনে বাজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী
রথযাত্রার সময় প্রতিবছর খুশির ঢেউ ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায়। এখানকার কারিগররা গত দু’মাস ধরে রথ তৈরিতে ব্যস্ত থাকেন। এখানে মূলত থার্মোকল দিয়ে রথ তৈরি হয়। কোলাঘাটের এই থার্মকলের রথ স্থানীয় কোলাঘাটের বাজার সহ ঘাটাল, খড়গপুর, তমলুক, হলদিয়া, বাগনানেও সরবারহ করা হয়। ৩০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা দামেও এই বছর বিক্রি হোক হয়েছে এখানকার কারিগরদের তৈরি রথ।
advertisement
এখানকার কারিগররা শোলা দিয়ে দেব-দেবীর অঙ্গসজ্জার গহনা বানান। পাশাপাশি থার্মোকল- শোলা দিয়ে ছোট ছোট রথ তৈরি করা হয়। গত কয়েকদিন ধরে এখানে বিক্রিবাটা বেশ ভালোই হয়েছে। কিন্তু সোমবার থেকে বৃষ্টি শুরু হওয়ার কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ মালাকার পাড়ার কারিগরদের। যদিও তাঁদের আশা, মঙ্গলবার সকালের মধ্যে সমস্ত রথ বিক্রি হয়ে যাবে।
সৈকত শী