TRENDING:

East Medinipur News: নির্বিঘ্নেই শেষ হল জেলার মাধ্যমিক পরীক্ষা

Last Updated:

পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। অফিসিয়ালি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৪ মার্চ, শনিবার। ঐদিন অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা। যা পুরোপুরিভাবে ঐচ্ছিক। ফলে বেশিরভাগ ছাত্রছাত্রীর পরীক্ষা শুক্রবার‌ই শেষ হল বলা চলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: শুক্রবার কার্যত শেষ হল এবারের মাধ্যমিক পরীক্ষা। এদিন ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। এখন শুধু ঐচ্ছিক অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা বাকি আছে। যা খুব অল্প ছাত্র-ছাত্রীই দেবে। শেষ দিনের পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে। পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষা এবার মোটামুটি নির্বিঘ্নেই মিটেছে।
advertisement

এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। অফিসিয়ালি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ৪ মার্চ, শনিবার। ঐদিন অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা। যা পুরোপুরিভাবে ঐচ্ছিক। ফলে বেশিরভাগ ছাত্রছাত্রীর পরীক্ষা শুক্রবার‌ই শেষ হল বলা চলে। আর সেই কারণেই এত উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

গতবারের থেকে এবারের মাধ্যমিকে প্রায় ৪ লক্ষ কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। অন্যান্য জেলার মত পূর্ব মেদিনীপুরেও পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ৬৮৭ জন। জেলাজুড়ে ১০৭ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ হয়।

advertisement

আরও পড়ুন: দোলের আগে শুরু পশু-পাখি শিকার, বন্যপ্রাণ বাঁচাতে তৎপর বন দফতর

View More

তমলুক হ্যামিলটন হাইস্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সপ্তর্ষি অধিকারী শুক্রবার পরীক্ষা শেষের পর বলে, পরীক্ষা ভাল হয়েছে। এবার রেজাল্টের অপেক্ষা। প্রশ্ন ভাল এসেছে। ভাল ফল হবে আশা করছি। প্রস্তুতি ভাল ছিল, সেই অনুযায়ীই পরীক্ষা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে মিটলেও সার্বিক পরীক্ষা প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন অবশ্য উঠেছে। পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কমার পাশাপাশি অঙ্ক পরীক্ষার গ্রাফ পেপার নিয়ে বিতর্ক এবং ইংরেজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে পরীক্ষা চলাকালীন‌ই মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নির্বিঘ্নেই শেষ হল জেলার মাধ্যমিক পরীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল