Jalpaiguri News: দোলের আগে শুরু পশু-পাখি শিকার, বন্যপ্রাণ বাঁচাতে তৎপর বন দফতর

Last Updated:

এই এলাকায় ঘাঁটি গেড়েছে কিছু যাযাবর। সকাল হতেই এই যাযাবররা পাখি শিকার করে খাচ্ছে। বার বার নিষেধ করা সত্বেও তারা কিছুই শুনছে না।

+
title=

জলপাইগুড়ি: দোলের আগে প্রতি বছর ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শিকারের প্রবণতা বাড়ে। এবার শিকার প্রবণতা ছড়িয়ে পড়েছে ওদলাবাড়ির চুইয়া বস্তি এলাকাতেও। স্থানীয় বাসিন্দা সোনিতা রজক বলেন, বহুদিন ধরে এই এলাকায় ঘাঁটি গেড়েছে কিছু যাযাবর। সকাল হতেই এই যাযাবররা পাখি শিকার করে খাচ্ছে। বার বার নিষেধ করা সত্বেও তারা কিছুই শুনছে না। আর তাই বাধ্য হয়ে পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দেয় গ্রামের মানুষ। তাঁরা মালবাজারের বন কর্মীদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। পশু-পাখি হত্যার বিষয়ে যাযাবরদের সতর্ক করে দেওয়া হয়।
ওদলাবাড়ির পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলি এবং মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা সহ বনকর্মীরা পুরো এলাকা ঘুরে দেখেন। যাদের বিরুদ্ধে পাখি শিকার করার অভিযোগ উঠেছে তাদের শেষ কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়। বন দফতরের আধিকারিকরা বলেন, এরপর পাখি বা বন্য জন্তু শিকারের কোনও অভিযোগ এলে সরকারি নিয়মে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলি বলেন, বহুদিন ধরে এই যাযাবররা পাখি শিকার করে আসছে। আজ বন দফতরকে জানিয়ে ঘটনাস্থলে আসি। বিভিন্ন জায়গায় পাখির পালক পড়ে থাকতে দেখি। তার মানে এই যাযাবররা পাখি শিকার করে সেই মাংস খেয়েছে। এটা সম্পুর্ন বেআইনি। অবিলম্বে এই শিকার বন্ধ করার জন্য সচেতন করা হয় স্থানীয়দের।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: দোলের আগে শুরু পশু-পাখি শিকার, বন্যপ্রাণ বাঁচাতে তৎপর বন দফতর
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement