শেষ দু'বছরের করোনার কাল কাটিয়ে প্রায় নতুনভাবে এ বছর তমলুকে কালী পুজোয় মেতে উঠেছিল শহরবাসী। শহরে বিগ বাজেটের পুজোর পাশাপাশি অনেক পুজো হয়। কালী পূজো নিয়ে তমলুক শহরের উন্মাদনা বারাসত ছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও সচরাচর চোখে পড়ে না। সেই আনন্দযজ্ঞের আলোর রোশনাই মিলিয়ে গেল নদী ঘাটে কালী প্রতিমা নিরঞ্জন এর সঙ্গে সঙ্গেই। নদী ঘাটে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিমা নিরঞ্জন এর জন্য ব্যবস্থা রাখা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ সিসিটিভি ক্যামেরা ভেঙে একাধিক মন্দিরে চুরি নন্দীগ্রামে!
শুধুমাত্র সুষ্ঠু শৃঙ্খলা ভাবে প্রতিমা নিরঞ্জন নয়, প্রতিমা নিরঞ্জনের পর দূষণের কথাও মাথায় রাখে তাম্রলিপ্ত পৌরসভা। সেই মত প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে ফেলা হয় জল থেকে। প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা এড়াতে মোতায়ান ছিল তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে আবারও একটি বছরের অপেক্ষা আনন্দযজ্ঞের আলোর উৎসবে মেতে ওঠার জন্য।
Saikat Shee