পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে বিভিন্ন জায়গায় কোজগরী লক্ষ্মীপূজায় মেতে ওঠেন এলাকাবাসী। কিন্তু লক্ষ্মী পূজা ঘিরে প্রতিবছর সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠান আয়োজিত হয় নন্দকুমারের সাউতান চক এলাকায়, এ বছরও তার ব্যতিক্রম ঘটল না। মেছেদা টেংরাখালি বাস রাস্তার পাশে ৭ থেকে ৮ টি বিগ বাজেটের পুজোর আয়োজন হয়। প্রতিটি পুজো মণ্ডপ থিমের তৈরি। মণ্ডপে চকলেটের প্রতিমা আবার কোথাও ডাকের সাজের প্রতিমা।
advertisement
আরও পড়ুনঃ সংসারের লক্ষ্মীর হাতেই সেজে উঠছেন দেবী লক্ষ্মী
সাউতান চকে সবচেয়ে বড় বাজেটের পুজো বাজার কমিটির। তাদের এবছরের থিম 'বন্দী দশা থেকে মুক্তি'। মণ্ডপের সাজেতুলে ধরা হয়েছে পাখির বন্দি থাকার যন্ত্রণা। মন্ডল প্রবেশ করলেই দেখা যাবে বড় খাঁচার ভেতর বেদনাবিদুর পাখি মানবী। এছাড়াও মুন লাইট ক্লাবের প্রতিমা তৈরি করা হয়েছে চকলেট দিয়ে। প্রতিটি পুজো মণ্ডপে বিকেলের পর থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
Saikat Shee





