এমনকি কাঠবিড়ালিদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে, অসীম বাবু তাদের নাম ধরে ডাকলে ছুটে চলে আসে, খাবার খায়। অসীম বাবুর বাগানের মধ্যে রয়েছে শালিক, বউ কথা কও, লেজ ঝোলা, ডাহুক, বুলবুলি সহ নানান ধরনের পাখি। প্রাণীর পাশাপাশি অসীম বাবুর বাগানে রয়েছে বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদ, বরুণ, বইচ কুল, কৃষ্ণবট, বনলেবু সহ নানান ধরনের উদ্ভিদ।
advertisement
আরও পড়ুনঃ জেলায় বিভিন্ন থানা এলাকায় প্লাস্টিক সাফাই অভিযান
পশু পাখিদের জন্য বাগানের রাখা হয়েছে ফলের গাছ। তিনি বাজারে কচ্ছপ বিক্রি হলে তা কিনে নিয়ে বাড়ি চলে আসেন, নিয়ে উন্মুক্ত জলাশয়ে তাদের ছেড়ে দেয়। তাঁর বাড়িতে কেউ দেখা করতে গেলে বা কাজের সূত্রে গেলে তিনি একটি করে চারা গাছ উপহার দেন।
আরও পড়ুনঃ ‘‘জীবে প্রেম করে যেই জন’’... অবলা পশু-পাখিদের জন্য ফ্রি খাবার মিলছে এখানে
তাঁর কথায়, জীব বৈচিত্র বেঁচে থাকলে তবেই পরিবেশ রক্ষা পাবে। তবেই মানুষ বেঁচে থাকবে। কিন্তু মানুষ তার প্রয়োজনে পরিবেশকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত যা মানুষের ক্ষতি করছে।
Saikat Shee