বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবের শুরু। আর উৎসব মানেই শব্দ দানবের দাপাদাপি। এরপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ পরিবেশ। সমাজ ও পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব সবারই। সমাজকে সুস্থ রাখার প্রয়াস জারি রাখল তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং। মূলত তাদেরই উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সাউন্ড সিস্টেম ওনার্স শব্দদানব রুখতে পদক্ষেপ গ্রহণ করল। তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং এর পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা জানান, শব্দ বিভিন্ন ধরনে। মায়ের কোলে ঘুমানোর সময় মায়ের মুখের গানও শব্দ। সেই শব্দ মিষ্টি মধুর। কিন্তু বর্তমান সময়ে যে শব্দ আমাদের কানে আসে তা সাধারন মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। এই শব্দের প্রতিবাদ করছি।’
advertisement
উৎসব মানেই শব্দ আর শব্দ সুরেই হয় উৎসবের আনন্দ। চাই শ্রুতিমধুর শব্দ। তারস্বরে বিকৃত শব্দ নয়। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক স্বরূপ দত্ত জানান, বিভিন্ন মানুষের কথা বলার শব্দ বিভিন্ন ধরনের হয়ে থাকে। কারো কাছে মধুর আবার কারো কাছে কর্কশ। আমরা চাইছি কর্কশটার পরিবর্তে শ্রুতিমধুর হোক।’ দৃশ্য দূষণ জল দূষণ বায়ুদূষণের পাশাপাশি যে হারে শব্দ দূষন হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। আর এই শব্দ শুনে প্রভাব সবচেয়ে বেশি গ্রাম্য এলাকায়। গ্রাম্য এলাকার মানুষদের সচেতন হতে হবে। মানুষ সচেতন হলেই তবেই সমাজ সুন্দর হয়ে ওঠে।শব্দ দূষণ প্রতিরোধে আগামী দিনে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায় তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং সংস্থার সদস্যরা।
Saikat Shee