TRENDING:

East Medinipur News: কৃষ্ণ সাজে বর্গভীমা মন্দিরে ভিড় করল ছোটরা

Last Updated:

জন্মাষ্টমী উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে আয়োজিত হয়ে গেল 'কৃষ্ণ সাজো' প্রতিযোগিতা। তা দেখতে ভিড় করলেন বহু মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: জন্মাষ্টমীর দিন তমলুকের বর্গভীমা মন্দির ভরে উঠল কৃষ্ণের বিভিন্ন রূপে। শুধু তমলুক নয়, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটেও রাধামাধব মন্দিরে কৃষ্ণের বহুরূপ দেখা গেল। জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ও রাধার সাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট ছোট ছেলেমেয়েরা মন্দির চত্বর ভরিয়ে তোলে। উল্লেখ্য, জন্মাষ্টমীর দিন তমলুকে প্রতিবছর সংস্কার ভারতীর উদ্যোগে কৃষ্ণ-সাজো প্রতিযোগিতা হয়ে আসছে।
advertisement

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গাড়ির ধাক্কা, মৃত দুই পুলিশকর্মী, আশঙ্কাজনক ৩

এই কৃষ্ণ সাজো প্রতিযোগিতা এবার ১৯ তম বছরে পা দিল। তমলুকের বর্গভীমা মন্দিরে প্রতিযোগিতাটি আয়োজিত হয়। শহরের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে এই প্রতিযোগিতা ভাল সাড়া ফেলেছে। এদিকে ছোটদের কৃষ্ণ ও রাধা সাজে দেখার জন্য বহু মানুষ ভিড় করেন বর্গভীমা মন্দিরে। কোথাও কৃষ্ণের ননীচোরা রূপ, কোথাও আবার কৃষ্ণের কালিয়া দমন রূপ দেখে মুগ্ধ দর্শক থেকে বিচারক। সংস্কার ভারতীর শাখা সহ সম্পাদিকা জানান, প্রায় ১৯ বছর ধরে জন্মাষ্টমীর দিন এই কৃষ্ণ সাজো প্রতিযোগিতা তাঁরা আয়োজন করে আসছে। বছরের পর বছর এই প্রতিযোগিতায় মানুষের উৎসাহ বাড়ছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই উৎসাহ প্রদানে পুরস্কার দেওয়া হয়।

advertisement

View More

তমলুকের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাটের রাধামাধব মন্দিরে ২০ বছর ধরে জন্মাষ্টমীর দিন রাধা-কৃষ্ণ সাজো প্রতিযোগিতা হয়ে আসছে। কোলাঘাট এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা কৃষ্ণ ও রাধার সাজে মন্দির চত্বরে আসে। মূল বিগ্রহের সামনে তারা জন্মাষ্টমীর উৎসবে মেতে ওঠেন। এই নিয়ে রাধামাধব মন্দিরের প্রধান সেবক ভিমচরণ দাস জানান, ‘জন্মাষ্টমীর দিন এলাকার ছেলেমেয়েরাই উৎসাহিত হয়ে কৃষ্ণ ও রাধা সাজে মন্দিরে আসে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কৃষ্ণ সাজে বর্গভীমা মন্দিরে ভিড় করল ছোটরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল