West Medinipur News: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গাড়ির ধাক্কা, মৃত দুই পুলিশকর্মী, আশঙ্কাজনক ৩

Last Updated:

ভোরবেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর। রাস্তায় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়ি, তাতেই এই পরিণতি

+
title=

পশ্চিম মেদিনীপুর: পেট্রোলিং সেরে থানায় ফেরার সময় ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ কর্মীর। আহত হয়েছেন আরও চারজন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কের উকুনমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় একটি কন্টেনার দাঁড়িয়েছিল। সেই সময়ই পেট্রোলিং সেরে থানায় ফিরছিল পুলিশের ওই গাড়িটি। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পুলিশের গাড়িটি ওই কন্টেনারের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দীপক পাত্র ও বিমান করন নামে দু’জনের মৃত্যু হয়। মৃত দীপক পাত্র এনভিএফ পদে কর্মরত ছিলেন আর বিমান করন সিভিক ভলেন্টিয়ার।
advertisement
advertisement
এই দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগড় থানা সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে টানা বৃষ্টি হচ্ছিল। সেই সময় পুলিশের দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি মকরামপুর প্লাস্টিক কারখানার সামনে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। গাড়িতে মোট ছ’জন ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দীপক পাত্র ও বিমান করনকে মৃত বলে ঘোষণা করেন। সেই সঙ্গে জানান আহতদের দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। সেই মতো ব্যবস্থা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ভোরবেলা প্রবল বর্ষণের ফলে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কন্টেনারটিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর নারায়ণগড় থানায় আসেন খড়গপুরের এসডিপিও দীপক সরকার।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গাড়ির ধাক্কা, মৃত দুই পুলিশকর্মী, আশঙ্কাজনক ৩
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement