TRENDING:

Jagadhatri Puja 2022|| চন্দননগরের মতো উন্মাদনা নন্দকুমারের জগদ্ধাত্রী পুজোয়, দেখুন  

Last Updated:

Jagadhatri Puja 2022: হুগলির চন্দননগর বা নদিয়ার কৃষ্ণনগরের মত জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা রাজ্যের আর কোথাও দেখা যায় না। তবুও তারই যেন প্রতিচ্ছবি ফুটে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার খঞ্চি বাজারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দকুমার: কালীপুজো দিয়ে তথাকথিতভাবে বাঙালির উৎসবে শেষ। তবুও এই উৎসবের রেশ এসে পড়ে জগদ্ধাত্রী পুজোয়। জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলির চন্দননগর ও নদিয়ার কৃষ্ণনগর।
advertisement

হুগলির চন্দননগর বা নদিয়ার কৃষ্ণনগরের মতো জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা রাজ্যের আর কোথাও দেখা যায় না। তবুও তারই যেন প্রতিচ্ছবি ফুটে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার খঞ্চি বাজারে। খঞ্চি এলাকা কেএসএসএস গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ে।

আরও পড়ুনঃ ছটপুজোর প্রথম অর্ঘ দিতে পুণ্যার্থীদের ভিড় সদরঘাটে, দেখুন

advertisement

খঞ্চি এলাকার কেএসএসএস গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজো ১৫ বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ষষ্ঠীর দিন উদ্বোধন হয়। খঞ্চি কেএসএসএস গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজোর এ বারের বাজে প্রায় ৪০ লক্ষ টাকা। পুজোর মণ্ডপে ফুটে উঠেছে রাজস্থানী লোকশিল্পের প্রতিচ্ছবি। মণ্ডপের সৃজন ভাবনায় রয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। রাজস্থানী লোকশিল্পীর প্রতিচ্ছবিতে সজ্জিত সুন্দর মণ্ডপের মধ্যে রয়েছে সুসজ্জিত জগদ্ধাত্রী প্রতিমা।

advertisement

View More

খঞ্চি বাজার এলাকার খঞ্চি হাই স্কুল মাঠে এই পুজোকে ঘিরে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পুজোর ক'টা দিন মুম্বই ও কলকাতার শিল্পী সহযোগে রয়েছে সন্ধ্যার অনুষ্ঠান। খঞ্চি কেএসএসএস গোষ্ঠী শুধুমাত্র পুজোর উৎসব অনুষ্ঠান নয়। পুজোর পাশাপাশি পুজোর ক'টা দিন স্বাস্থ্য শিবির,  রক্তদান শিবির, দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ-সহ একাধিক সামাজিক সেবামূলক কর্মসূচি রেখেছে পুজোর দিনগুলিতে। এই পুজো ঘিরে সাধারণ মানুষের ঢল নামে। পুজোর উদ্বোধন দিনেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো উন্মাদনা সৃষ্টি হয়েছে নন্দকুমারের খঞ্চিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে অস্থায়ী সিনেমা হল, কালীপুজোয় জঙ্গলমহলে ভিন্ন আয়োজন, উপভোগ করলেন আট থেকে আশি
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Jagadhatri Puja 2022|| চন্দননগরের মতো উন্মাদনা নন্দকুমারের জগদ্ধাত্রী পুজোয়, দেখুন  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল