আরও পড়ুন - মুরশুমের শুরুতে দেখা নেই ইলিশের, তবে আশাবাদী মৎস্যজীবীরা
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক রেলস্টেশনে আরপিএফ পোস্টে উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো এদিন সকালে। তমলুক স্টেশন এ কর্মরত রেলপুলিশের আধিকারিকেরা আন্তর্জাতিক যোগ দিবসের দিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। পূর্ব মেদিনীপুর জেলার শুধু তমলুক রেল স্টেশন নয়, এর পাশাপাশি মহিষাদল হলদিয়া কাঁথি দীঘা রেল স্টেশনে যোগ দিবস উদযাপিত হয় রেল পুলিশ আধিকারিকের উদ্যোগে। তমলুক রেল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিজেন্দ্র কুমার জানান, '২১ জুন তারিখটি বিশ্ব যোগ দিবস। যোগ ব্যায়ামের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয় তমলুক আরপিএফ পোস্ট এর উদ্যোগে। এদিন যোগব্যায়ামে অংশগ্রহণ করেন তমলুক রেলস্টেশনের কর্তব্যরত আরপিএফ পুলিশ অফিসারের। তমলুক রেলস্টেশনের পাশাপাশি, মহিষাদল হলদিয়া কাঁথি ও দি ঘা রেলস্টেশন এ আরপিএফ পোস্ট এর উদ্যোগে যোগ দিবস উদযাপন করা হয়।'
advertisement
Saikat Shee