Digha News| Hilsa Fish: মুরশুমের শুরুতে দেখা নেই ইলিশের, তবে আশাবাদী মৎস্যজীবীরা

Last Updated:

Hilsa Fish: প্রথম দু’দিন প্রচুর পরিমাণে অন্যান্য সামুদ্রিক মাছ যেমন, পমফ্রেট, ভোলা, চিংড়ি ও সামুদ্রিক কাঁকড়া সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে উঠলেও পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জালে এখনও পর্যন্ত ইলিশ ওঠেনি

+
ইলিশের

ইলিশের প্রতীকী ছবি

#পূর্ব মেদিনীপুর: মুরশুমের প্রথম দিকে নিলামে উঠল না ইলিশ, দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে। ব্যান পিরিয়ড কাটিয়ে জলের রুপোলী শস্য অর্থাৎ ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার। মুরশুমে সামুদ্রিক মৎস্য নিলাম হলেও দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে উঠল না ইলিশ। ৬১ দিনের ব্যান পিরিয়ড কাটিয়ে সুমদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, লঞ্চ ও ভুটভুটি। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২ হাজার ট্রলার, লঞ্চ ও ভুটভুটি মৎস্য শিকারে পাড়ি জমিয়েছে গভীর সমুদ্রে। মাছ শিকার করে একে একে ফিরছে ট্রলার, লঞ্চ ও ভুটভুটি। দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে এই মুরশুমের সামুদ্রিক মাছ নিলাম হওয়া শুরু হয়ে গেছে। প্রথম দু’দিন প্রচুর পরিমাণে অন্যান্য সামুদ্রিক মাছ যেমন, পমফ্রেট, ভোলা, চিংড়ি ও সামুদ্রিক কাঁকড়া সহ অন্যান্য মাছ প্রচুর পরিমাণে উঠলেও পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জালে এখনও পর্যন্ত ইলিশ ওঠেনি।
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে কিছু ইলিশের দেখা মিললেও তা ওড়িশা থেকে এসেছে। কিন্তু গত মৌসুমে প্রথম দিক থেকেই ইলিশের দেখা মিলেছিল পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জালে। গতবছর নিলামের প্রথম দিনই ২০০ কেজি ইলিশ নিলামে বিক্রি হয়েছিল। তবে মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীরা আশাবাদী এবছর জালে ইলিশ উঠবে। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর নবকুমার পইড়্যা জানান, ' মুরশুমের প্রথম দিকে এগিয়ে আসেনি। সবেমাত্র মৎস্যজীবীদের ট্রলার সমুদ্র থেকে ফিরে আসা শুরু হয়েছে। এক এক করে মাছ শিকার করে সমস্ত ট্রলার ফিরবে। আমরা আশাবাদী এবছর পর্যাপ্ত পরিমাণে ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়বে।'
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha News| Hilsa Fish: মুরশুমের শুরুতে দেখা নেই ইলিশের, তবে আশাবাদী মৎস্যজীবীরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement