আরও পড়ুন: পুজোর মুখে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি! পরিস্থিতি মোকাবিলায় বুধে নবান্নে জরুরী বৈঠক
বিধায়কের এই মানবিক মুখের প্রশংসা করছেন সকলে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পশ্চিম মেদিনীপুর থেকে দলীয় কর্মসূচি সেরে তমলুকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আসার সময় তমলুক থানার অন্তর্গত চনশরপুর এলাকায় পাঁশকুড়া-তমলুক রাজ্য সড়কের উপর জটলা দেখে দাঁড়িয়ে পড়ে তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে বিধায়ক দেখেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি তাদের নিজের কনভয়ে তুলে নিয়ে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
advertisement
আহতদের যাতে দ্রুততার সঙ্গেতা চিকিৎসা করা হয় সেই ব্যাপারেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সৌমেন মহাপাত্র। আহত ওই দুই ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। তমলুকের বিধায়কের এই মানবিক মুখ প্রশংসিত হচ্ছে সর্বত্র।
সৈকত শী