শিক্ষক দিবসে তালা পড়ল শিক্ষা দফতরের অফিসে। তমলুকের মানিকতলায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা, বিদ্যালয় পরিদর্শক ফিজিক্যাল এডুকেশন এবং মাস এডুকেশন অফিস তিনটি একটি ভাড়া বাড়িতে চলছিল। তিনটি অফিসের দীর্ঘদিনের টাকা বাকি তাই বাড়িওয়ালা শিক্ষক দিবসেই তালা লাগালেন অফিসগুলোতে। ২০১৯ সালের প্রথম থেকে তিনটি অফিস মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকা বাকি আছে বলে জানান বাড়ি মালিক। বাড়ি মালিক জানিয়েছেন, একটি অফিসেই প্রায় ভাড়া বাবদ প্রায় ১০ লক্ষ টাকা বকেয়া। তারমধ্যে ৫০ হাজার টাকা পাওয়া গেছে। বারবার সরকারি দফতরে দেখা করে চিঠি দিয়ে জানিয়েও কোন লাভ হয়নি, তাই বাধ্য হয়ে এদিন জল ও বিদ্যুতের সংযোগ কেটে তালা লাগানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: 'গুরু পাপে লঘু দন্ড দিয়েছে?' কাজি নাসিরুদ্দিনের মৃত্যুতে হাই কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই
আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও
শিক্ষক দিবসের দিন এভাবে শিক্ষা দফতরেরজেলা অফিসে বকেয়া বাড়ি ভাড়ার জন্য তালা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি জানান, 'শীঘ্রই ওই অফিসগুলি জেলাশাসকের নতুন কার্যালয়ে স্থানান্তরিত হবে।'
Saikat Shee