'গালি যতই দাও, আমি শান্তির জন্য থাকব', পরেশনাথ মন্দিরে মমতাকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পরেশনাথ মন্দিরে গত ১০ দিন চলছে উৎসব। সোমবার, মন্দিরে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: পরেশনাথ মন্দিরে গত ১০ দিন চলছে উৎসব। সোমবার, মন্দিরে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মন্দিরের পক্ষ থেকে নাচ-গানে সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরিয়ে দেওয়া হয় পাগড়ি। অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, '' ধর্মে-ধর্মে পার্থক্য থাকে। মা লক্ষ্মীকে কেউ দুপুরে, কেউ বা রাতে পুজো করেন। এই প্যান্ডেলে সব রং আছে। মানে 'রেনবো কালার'। গোটা বিশ্বকে এক জায়গায় আনা হয়েছে, সব মিলেমিশে এক হয়ে গিয়েছে, আর কোনও ভেদাভেদ নেই।'' মুখ্যমন্ত্রী আরও বলেন, '' গালি যতই দাও, আমি শান্তির জন্য থাকব। কোনও মানুষ দুঃখী হলে, আমিও দুঃখী হয়ে যাই। পরিবার তখনই ভাল থাকে, যখন পরিবারের মহিলারা ভাল থাকে।'' এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, '' মন্দির অনেকটা নীচু জমিতে, তাই জল জমে যাচ্ছে,একটা পাম্পিং স্টেশনের কথা বলেছি।''

শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকেও বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত রাজ্য সরকারের শিক্ষক দিবসের অনুষ্ঠানে মমতা একাধারে যেমন নিশানা করেছেন বাম আমলকে, তেমনই তাঁর আমলে শিক্ষাক্ষেত্রের অগ্রগতি নিয়েও সওয়াল করেছেন। সেইসঙ্গেই জানিয়েছেন, রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও তার জন্য নানা প্রতিবন্ধকতার মুখেও যে তাঁকে পড়তে হচ্ছে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
সোমবার তিনি বলেন, ''আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। তা নিয়ে প্রস্তুত আছে সরকার। কাজ করতে গেলে যদি কোনও ভুল হয়, একটা আধটা ভুল হতেই পারে। মধ্যপ্রদেশের কেসটা দেখেছিলেন তো। নিচু তলার কেউ কেলেঙ্কারি করলে উপর তলায় চলে আসে।''
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, '' ৯৫ সাল থেকে আমি বই লিখতে শুরু করেছি। ১২৫ টা বই লিখে ফেলেছি। রাজবংশী,উর্দু,সাঁওতালি ভাষাতে বই লিখেছি। সেই বই গুলোতে ৮০ সালের পর থেকে তথ্য পাবেন। সারা পৃথিবী থেকে বক্তৃতা দিতে ডাকলেও আমাকে যেতে দেওয়া হয় না। তাতে আমার কিছু যায় না।''
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সকাল থেকে রেইড, আটক সোদপুরের বাসিন্দা সুব্রত
রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ''আমরা স্কিল এডুকেশন এ নম্বর ১। আমরা ১৫ দিনের মধ্যে ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র তুলে দেব।'' চাকরিপ্রার্থী শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, '' অনেক রকম বড় ব্যাপার আছে। কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়। আমার সঙ্গে কথা হয়েছিল। তখন করে দেব বলে বলেছিলাম। কিন্তু তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন নম্বর পারমিট করছে না।''
advertisement
UJJAL ROY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 5:19 PM IST