নাবালিকা মেয়েকে বিয়ে করে পুলিশের জালে এইচআইভি পজিটিভ বর। ভগবানপুরের আশুতিয়া গ্রামের ঘটনা। বিষয়টি জানাজানি হতে রীতিমত স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে।
বুধবার এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সাতসকালে মেয়ের বাড়িতে হাজির হন স্থানীয় আশা কর্মী। নাবালিকার পরিজনদের প্রশ্ন করেন, কেন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তার বিয়ে দেওয়া হল? খোঁজ নিয়ে জানতে পারেন ছেলের বাড়ি পূর্ব রাধাপুর গ্রামে। এরপরই ওই আশাকর্মী নিজের উদ্যোগে যোগাযোগ করেন পূর্ব রাধাপুর গ্রামের আশা কর্মীর সঙ্গে। এরপরই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে সাপ। জানা যায় বরের নাম শিবশঙ্কর পাত্র। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা এই যুবক এইচআইভি পজেটিভ। তার রীতিমত চিকিৎসা চলছে। এই ভয়ঙ্কর অসুখের কথা লুকিয়েই সে বিয়ের পিঁড়িতে বসেছিল।
advertisement
আরও পড়ুন: গ্রামবাসীর সঙ্গে 'নাকের মিল' খুঁজে পেলেন 'দিদির দূত' নয়না!
খবর শুনেই চোখ কপালে ওঠে আশুতিয়া গ্রামের আশাকর্মীর। তিনি গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। শেষমেষ ভগবানপুর থানার পুলিশ খবর পেয়ে হাজির হয় পূর্ব রাধাপুর গ্রামের পাত্রের বাড়িতে। অভিযুক্ত বর শিবশঙ্কর পাত্র ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়।
এই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি কন্যাপক্ষ। এমনকি গ্রামবাসীরাও নীরব। নাবালিকা কন্যা ও তার বাবা কালিপদ দাসকেও থানায় নিয়ে যায় পুলিশ। নাবালিকাকে বিয়ের অপরাধে ওই এইচআইভি আক্রান্ত যুবকের বর্তমানে পুলিশ হাজতে ঠাঁই হয়েছে।
সৈকত শী