আরও পড়ুন West Bardhaman News: হিমালয়ের বুকে কঠিন উদ্ধার লড়াইয়ের অভিজ্ঞতা জানালেন অভিযাত্রী
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে কিছু ইলিশের দেখা মিললেও তা ওড়িশা থেকে এসেছে। কিন্তু গত মৌসুমে প্রথম দিক থেকেই ইলিশের দেখা মিলেছিল পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জালে। গতবছর নিলামের প্রথম দিনই ২০০ কেজি ইলিশ নিলামে বিক্রি হয়েছিল। তবে মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীরা আশাবাদী এবছর জালে ইলিশ উঠবে। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর নবকুমার পইড়্যা জানান, ' মুরশুমের প্রথম দিকে এগিয়ে আসেনি। সবেমাত্র মৎস্যজীবীদের ট্রলার সমুদ্র থেকে ফিরে আসা শুরু হয়েছে। এক এক করে মাছ শিকার করে সমস্ত ট্রলার ফিরবে। আমরা আশাবাদী এবছর পর্যাপ্ত পরিমাণে ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়বে।'
advertisement
Saikat Shee
Location :
First Published :
June 20, 2022 8:16 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha News| Hilsa Fish: মুরশুমের শুরুতে দেখা নেই ইলিশের, তবে আশাবাদী মৎস্যজীবীরা