অবস্থানগত কারণে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে শুধু জেলা নয় ভিন রাজ্য ওড়িশা থেকেও চিকিৎসার জন্য মানুষেরা আসেন। চিকিৎসা করাতে এসে রোগীর পরিবারের লোকজনদের থাকা খাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হত। কারণ বাইরের হোটেলে থাকা খাওয়ার অনেকটাই ব্যয় সাপেক্ষ।
আরও পড়ুনঃ ফের নন্দীগ্রাম থানার আইসি বদল, পঞ্চায়েত ভোটের সময় থেকে এই নিয়ে তিনজন
advertisement
রোগী আত্মীয়-স্বজনদের কথা ভেবেই এই পরিষেবা চালু করল পৌরসভা। হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর পরিজনরা নির্দিষ্ট কুপন দেখিয়ে ৫ টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারবেন, প্রতিদিন দুপুর ১ থেকে ৩টে পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।
আরও পড়ুনঃ ১১ মাস বন্ধ বেতন, শংকরপুর ফিশিং হারবারে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
অন্যদিকে দিবারাত্রি রোগীর পরিবারের লোকজনদের জন্য দুপুরে পেট ভরে খাবারের পাশাপাশি, স্বল্পমূল্যে বিশ্রামাগারে খাট, বিছানা, মশারি, পানীয় জল সহ থাকছে পরিচ্ছন্ন শৌচাগার ও স্নানাগার। পুরুষ ও মহিলাদের থাকার জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিধায়ক তথা বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
তিনি জানান, জেলা পরিষদের বোর্ড গঠনের পরেই, তাদের প্রথম কাজ হবে রোগীদের সুবিধার জন্য, হাসপাতালের প্রত্যেকটি রুমে এসির ব্যবস্থা করা। আগামী দিনে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে হতে চলেছে সিটি স্ক্যান ব্যবস্থাও। রোগীদের বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে পরিকাঠামোগত ভাবে বিভিন্ন বিষয়ে দ্রুত আধুনিকরণ করা হবে।
Saikat Shee