TRENDING:

East Medinipur News: এই মেলায় গান-নাচ বা খাবারের স্টল নেই! বদলে কৃত্রিম হাত-পা, সুগার মাপার যন্ত্র আছে

Last Updated:

শীতের মরসুমে চারিদিকে যখন মেলা-পিকনিকের ঢল নেমেছে, তখন কোলাঘাটে এক অন্যরকম মেলা দেখা গেল। যেখানে এসে আরেকটু ভালোভাবে জীবন কাটানোর রসদ পেলেন বহু মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: এখন শীতকাল। মানেই চারিদিকে উৎসব, অনুষ্ঠান, পিকনিক, মেলার সমাহার। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেও এই শীতে হয়ে গেল এক মেলা, তবে তা খেলা বা নাচ-গানের নয়। এই মেলার নাম চিকিৎসার মেলা। এখানে কেউ এসে খোয়া যাওয়া হাতে বা পায়ের বদলে পেলেন কৃত্রিম হাত ও পা, আবার কেউ একটু ভালো দেখার জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলেন। জন্মের সময় কাটা ঠোঁট নিয়ে ভূমিষ্ঠ হওয়া কিশোরের প্লাস্টিক সার্জারিও হল বিনামূল্যে! এই মেলায় ঢাক-বাজনা কম, তবে জীবনের স্পন্দন অনেক বেশি।
advertisement

এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোলাঘাট নতুন বাজার রাধামাধব মন্দির এলাকায় এই চিকিৎসা মেলা আয়োজিত হয়। রাধামাধব মন্দির, জৈন ভবন, গৌরাঙ্গ ঘাট এবং নতুন বাজার হাটের সমগ্র এলাকাজুড়ে বিনামূল্যের চিকিৎসা মেলার আয়োজন করা হয়েছিল। এছাড়াও এখানে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করার সুযোগ ছিল। পাশাপাশি বিনামূল্যে ইসিজি, ব্লাড পেসার, ব্লাড সুগার, চক্ষু পরীক্ষার মত পরিষেবাও দেওয়া হয়। সবশেষে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।

advertisement

আরও পড়ুন: মদের ঠেকে গিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন, মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ের

৩০ জনের মেডিকেল টিম এবং প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই চিকিৎসা মেলার যাবতীয় কর্মকাণ্ড সম্মেলন। স্বেচ্ছাসেবী সংস্থা সঙ্কেতের পক্ষ থেকে শুভঙ্কর বোস বলেন, "আমরা সারা বছর নানান সেবামূলক কর্মসূচি নিয়ে থাকি। এই বিনামূল্যে চিকিৎসা মেলাও তার অংশ। আর্ত, মুমুর্ষ, দুঃস্থ, বয়স্কদের জন‍্য এই মেলার আয়োজন। প্রায় দেড় হাজার মানুষ এখানে এসে বিনামূল্যে নানান জরুরি চিকিৎসা পরিষেবা পেয়েছেন।" এই বিপুল আয়োজনে সঙ্কেত সংস্থাকে সাহায্য করে কলকাতার অ্যাসোসিয়েটেড চ‍্যারিটেবল ট্রাস্ট, কলকাতার এম পি বিড়লা হাসপাতাল এবং বিশিষ্ট সমাজকর্মী বানোয়ারি লাল শর্মা। এই চিকিৎসা মেলার মাধ্যমে প্রায় ১৭ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

advertisement

View More

কোলাঘাটের এই বিনামূল্যের চিকিৎসা মেলায় কৃত্রিম অঙ্গ তৈরির জন‍্য এসেছিলেন পুরুলিয়ার বাঘমুন্ডির মহিম মুর্মু। তিনি সড়ক দূর্ঘটনায় একটি পা হারিয়ে ছিলেন। এখানে তাঁর কৃত্রিম পা তৈরি করে দেওয়া হয়। হাওড়ার থেকে মমতাজ বেগম এসেছিলেন তাঁর জন্ম থেকে ঠোঁট কাটা সন্তানের প্লাস্টিক সার্জারির জন‍্য। কোলাঘাটের‌ই ছাতিন্দা গ্রামের নব্বই বছরের প্রফুল্ল বেরা এখানে বিনামূল্যে ফেকো সার্জারির মাধ্যমে চোখের ছানি কাটানো। হুগলির বিরামপুরের মধ‍্যবয়সি দম্পতি উজ্জ্বল দাস ও মানসি দাস এসে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: এই মেলায় গান-নাচ বা খাবারের স্টল নেই! বদলে কৃত্রিম হাত-পা, সুগার মাপার যন্ত্র আছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল