বুদ্ধদেব সাউয়ের গ্রামের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত গুড়গ্রামে। স্মৃতির সরণীতে চলতে গিয়ে বুদ্ধদেব সাউয়ের প্রাক্তন স্কুলের শিক্ষক বাসুদেব পড়্যা জানান, “প্রতিষ্ঠিত এই ছাত্র অন্যান্য ছাত্রদের মতো হলেও অসম্ভব জেদ এবং শৃঙ্খলাপরায়নতা ছিল। ১৯৮৮ সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। প্রাক্তন ছাত্রের এই খুশির খবরে ছাত্রাবাসের পক্ষ থেকে হোস্টেলের ছাত্রদের মধ্যে মিস্টি বিলি করা হয়। এর পাশাপাশি উপস্থিত ছাত্রদের অনুপ্রাণিত করেন হোস্টেল সুপার শিক্ষক অজয় গিরি, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, সুমন দাস, সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: দক্ষিণবঙ্গের সবথেকে প্রাচীন রেল জংশন রেলস্টেশন কোনটি? সঠিক উত্তর অজানা অনেকের
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা-দীক্ষা ও মেধায় অন্যান্য জেলা থেকে এগিয়ে। এই জেলা থেকে বহু মেধাবী ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ বিদেশে নিজে নিজে কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে। সেরকমই ছোটবেলা থেকে মেধাবী ছাত্র বুদ্ধদেব সাহু বর্তমানে সুনামের সঙ্গে অধ্যাপনার পাশাপাশি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর পর ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন। আর তাতেই খুশি বুদ্ধদেব সাউয়ের প্রাক্তন স্কুল বনমালীচাট্টা হাইস্কুল।
Saikat Shee