TRENDING:

East Medinipur News: সংরক্ষিত তালিকায় থাকা নিষিদ্ধ মাছ ধরলে মৎস্যজীবীদের কড়া শাস্তি

Last Updated:

দিঘা, শঙ্করপুর সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন নদী বন্দরের মৎস্যজীবীদের সংরক্ষিত তালিকায় থাকা মাছ ধরতে বারণ করল বন দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: নিষিদ্ধ প্রজাতির মাছ ধরা বন্ধ করতে তৎপর হল বনবিভাগ। দিঘা, শঙ্করপুর সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সৈকত এলাকায় নিষিদ্ধ মাছ ধরা ঠেকাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট-১৯৭২ অনুযায়ী সমুদ্রে বেশ কিছু মাছ শিকার করা এবং তা বাজারে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে এই বর্ষার সময় সমুদ্রে মাছ শিকারে যায় মৎস্যজীবীদের ট্রলার ও নৌকো। আর এই সময়ই অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির হাঙর সহ অন্যান্য মাছ মৎস্য আরোহন কেন্দ্রে উঠে আসে। এগুলির ভাল দাম থাকলেও ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু বেশি লাভের আশায় মৎস্যজীবীদের একাংশ সেই নিষেধাজ্ঞা না মেনে বিভিন্ন বিরল প্রজাতির মাছ ধরে থাকে। সেই প্রবণতা হঠাৎই বৃদ্ধি পাওয়ায় তৎপর হয়ে উঠেছে বনবিভাগ।
advertisement

আরও পড়ুন: সাড়ে আটশো বছরের পুরনো শিব মন্দিরে ভক্তের ঢল

দিঘা, শঙ্করপুর সহ পূর্ব মেদিনীপুরের অন্যান্য মাছ ধরা কেন্দ্রে সংরক্ষিত প্রজাতির মৎস্য শিকার ঠেকাতে বিশেষ কর্মশালার আয়োজন করল বন দফতর। সেখানে মৎস্যজীবী ও আড়ত মালিকদের এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। সংরক্ষিত মাছের তালিকা মৎস্যজীবী ও ট্রলার মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জালে কোনও সংরক্ষিত প্রজাতির মাছ বা প্রাণী (বিশেষ করে কিছু সংরক্ষিত হাঙর ও শঙ্কর প্রজাতির মাছ) ধরা পড়লে সেগুলি সঙ্গে সঙ্গে সমুদ্রে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। যদি ধরা পড়ার পর সেগুলি মারাও যায় তাও ছেড়ে দিতে হবে। কেউ ওই ধরনের মাছ বা প্রাণী বিক্রি করার জন্য নিলাম কেন্দ্রে নিয়ে এলে বন দফতরকে খবর দিতে হবে।

advertisement

View More

বন্যপ্রাণ আইনে স্মল টুথ স’ফিশ, পয়েন্টেড স’ফিশ, শঙ্কর মাছ, মেটেলি শঙ্কর, গঙ্গার হাঙর, গিটার ফিশ, বাঘা, কামট, হিলসা কামট, ব্ল্যাকফিন রিন শার্ক, বুলশার্ক, হাতুড়িমুখো হাঙর, রামকুকি, রাবণ, বাদুড় প্রজাতির মাছ সংরক্ষিত প্রজাতির তালিকায় আছে।জেলা বন আধিকারিক বলেন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট-১৯৭২ অনুযায়ী সংরক্ষিত মাছ ধরা ও তা বাজারে বিক্রি বেআইনি। আইন ভঙ্গ করলে জেল-জরিমানাও হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সংরক্ষিত তালিকায় থাকা নিষিদ্ধ মাছ ধরলে মৎস্যজীবীদের কড়া শাস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল