বর্তমান সময়ে গ্রামাঞ্চলের মাঠগুলি ক্রমশ খেলোয়াড়শূন্য হয়ে পড়ছে। এক সময় যে মাঠে সকাল-সন্ধ্যা শিশু, কিশোরদের কোলাহল শোনা যেত, সেখানে এখন নীরবতা। এর অন্যতম কারণ স্মার্টফোনের প্রতি নতুন প্রজন্মের অতিরিক্ত আসক্তি। ছোটদের বড় অংশ আজ ঘরের মধ্যেই বন্দি। খেলার মাঠে নামার আগ্রহ কমছে। ফলে শৈশবের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। এই বাস্তবতার মাঝেই এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট গ্রামবাসীর কাছে আশার আলো। মাঠে ফেরানোর এই উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
advertisement
আরও পড়ুনঃ বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার, জাপান থেকে হাজির অধ্যাপক
জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। চারদিন ধরে চলবে এই জমজমাট টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে তীব্র লড়াই। ব্যাটে-বলে জমছে উত্তেজনা। দর্শকরাও উপভোগ করছেন প্রতিটি মুহূর্ত। আয়োজকদের পক্ষ থেকে রাখা হয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি, যা ক্রিকেটপ্রেমীদের উচ্ছাস আরও বাড়িয়েছে। টুর্নামেন্টের শুরুর দিন থেকেই মাঠে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্রীরামপুর ক্লাব টুয়েন্টি সেভেন গত ১০ বছর ধরে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এই ক্লাব এলাকার ক্রিকেটপ্রেমীদের জন্য এক পরিচিত নাম। প্রতি বছরই তাঁরা খেলাধূলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার চেষ্টা করে। এই বছর ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নাচ, গান সহ নানা কর্মসূচিতে মাতবে এলাকা। পাশাপাশি রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। সব মিলিয়ে, খেলাধূলা ও সংস্কৃতির মেলবন্ধনে এই টুর্নামেন্ট গ্রামবাংলার সামাজিক জীবনে নতুন রং যোগ করেছে।





