আরও পড়ুন: শুধু ঠুনকো সচেতনতা নয়, যাত্রাপথে করবেন ৪০ হাজার বৃক্ষরোপণও
বিশ্বকর্মা ও গণেশ পুজো ঘিরে ফুলের চাহিদা আকাশ ছুঁইয়ে ছে। চাহিদার সঙ্গে সাজুজ্য রেখে যোগান কম থাকায় দাম অনেকটাই বেড়েছে। এই অবস্থায় দুর্গাপুজোয় কী হবে ভেবে সবাই চিন্তায় পড়ে গেছেন।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট। রাত থাকতেই কোলাঘাট স্টেশনের পার্শ্ববর্তী জায়গায় বসে ফুলের আড়ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ফুল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সেখান ফুল কিনতে আসেন। কিন্তু এই বছর ফুলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতারা কম ফুল কিনছেন। এই সঙ্কটের কারণ হল আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ফুলের দাম এই বছর ঊর্ধ্বমুখী, কারণ অসময়ে বৃষ্টি এবং অতিরিক্ত গরমের কারণে বহু গাছ নষ্ট হয়ে যাওয়ায় এই বছর ফুলের দাম এত বেশি। ফুলের বাগান নষ্ট হয়ে যাওয়া চাহিদা থাকলেও দাম পাচ্ছে না চাষিরা, আগামী দিনেও ফুলের দাম বেশি থাকবে বলে অভিমত এলাকার ফুল বিক্রেতা থেকে ফুল চাষিদের।
advertisement
সৈকত শী





