West Bardhaman News: শুধু ঠুনকো সচেতনতা নয়, যাত্রাপথে করবেন ৪০ হাজার বৃক্ষরোপণও
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
৪০ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়েছেন তাঁরা। শুধু মানুষকে সাবধান করা নয়, চল্লিশ হাজার কিলোমিটার রাস্তায় ৪০ হাজার বৃক্ষরোপনের লক্ষ্য রয়েছে
পশ্চিম বর্ধমান: পরিবেশ রক্ষা করতে হবে। দুই যুবক তাই বেরিয়ে পড়েছেন ভারত ভ্রমণে। দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে তাঁরা আওয়াজ তুলছেন আরও বেশি করে গাছ লাগান। প্রতিটি মানুষ অন্তত বছরের একটি করে গাছ লাগান। তাহলেই বছরে ১৪০ কোটি বৃক্ষরোপণ হবে। পৃথিবী ফিরে পাবে তার ভারসাম্য। সব মিলিয়ে প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়েছেন তাঁরা। শুধু মানুষকে সাবধান করা নয়, চল্লিশ হাজার কিলোমিটার রাস্তায় ৪০ হাজার বৃক্ষরোপনের লক্ষ্য রয়েছে। ইতিমধ্যেই প্রায় আট হাজার গাছ তাঁরা লাগিয়ে ফেলেছেন। রাজস্থান থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যেই পাঁচটি রাজ্য তাঁরা ঘুরে ফেলেছেন। রওনা দিয়েছেন ঝাড়খণ্ডের দিকে।
আরও পড়ুন: যানজট এড়াতে কড়া পুরসভা
রাজস্থানের আলোয়ার জেলার দুটি আলাদা গ্রাম থেকে দুই যুবক রওনা দিয়েছেন। একজন বিনোদ কুমার মেঘওয়াল। আরেকজন দিলীপ কুমার মেঘওয়াল। ইতিমধ্যেই ওই দু’জন সাইকেলে পাঁচটি রাজ্য ঘুরে ফেলেছেন। ৪০ হাজার কিলোমিটার রাস্তার মধ্যে ১৩ হাজার কিমি পার করেছেন। রাজস্থান থেকে যাত্রা শুরু করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ তাঁরা ঘুরে ফেলেছেন। আসানসোলের ডুবুরডি চেকপোস্ট দিয়ে ঢুকেছেন ঝাড়খন্ডে। তারপর আরও এগিয়ে যাবেন। দুই যুবকের মধ্যে বিনোদ কুমার কলা বিভাগের স্নাতক। যদিও তিনি টাইলস মার্বেলসের কর্মী। আর দিলীপ কুমার এমএসসি। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তবে সেই কাজ এখন তারা ছেড়ে দিয়েছেন। আর পরিবেশ বাঁচাতে, পরিবেশ দূষণ রোধ করতে বাইক বা চার চাকার বদলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন ভারত ভ্রমনে।
advertisement
advertisement
দীর্ঘ যাত্রাপথে তাঁরা নানারকমে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কখনও ভাল, কখনও আবার খারাপ। রাস্তায় বেশিরভাগ মানুষই তাদের সাহায্য করছেন। অনেকেই কথা বলার জন্য এগিয়ে আসছেন। তারাও মানুষজনকে বোঝাচ্ছেন, পরিবেশ রক্ষা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ করার জন্য উৎসাহিত করছেন তাঁরা। এমন অনেক রাজ্য দিয়ে তারা ঘুরছেন, যেখানকার ভাষা তারা জানেন না। তবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে খুব বিশেষ অসুবিধা হচ্ছে না। মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারছেন। যদিও দু-একবার খারাপ অভিজ্ঞতাও হয়েছে। কখনও চুরি হয়ে গিয়েছে মোবাইল। কখনও ক্যামেরা। কখনও আবার চুরি হয়ে গেছে টাকা। যাত্রাপথে দুবার তারা এমন খারাপ অভিজ্ঞতা শিকার হয়েছেন। এই যাত্রায় হারিয়েছেন দেড় লক্ষ টাকা। কিন্তু তারা থেমে যাননি। এগিয়ে চলেছেন নিজেদের লক্ষ্যের দিকে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 1:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: শুধু ঠুনকো সচেতনতা নয়, যাত্রাপথে করবেন ৪০ হাজার বৃক্ষরোপণও
