এদিন দুপুর বেলায় তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন জঙ্গলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চাঞ্চল্য ছড়ায় তাজপুরে পিকনিক করতে আসা পর্যটকদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই জঙ্গলে থাকা বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত তাজপুর সমুদ্র সৈকত কেয়া ইউক্যালিপটাস ঝাউ সহ বিভিন্ন গাছ গাছালির ঘন জঙ্গল রয়েছে। সেই জঙ্গলেই আগুন লাগে।
advertisement
আরও পড়ুন: অনলাইনে সামান্য কাজ, ঘরে বসেই করা যায়, দুহাত ভরে আসবে টাকা, দেখে নিন কীভাবে!
আরও পড়ুন: ট্রেনের টিকিট ওয়েটলিস্টে ঝুলছে? ওই টিকিটেই প্লেনে ঘুরে আসুন, কীভাবে দেখে নিন!
আগুনের উৎস খুঁজতে প্রশাসনের পক্ষ থেকে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের একাংশ তা জানান বনের ভেতর পিকনিকের জন্য পিকনিক থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় পরিবেশপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এভাবে বা বনের ভেতরে পিকনিক করাটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক। বনের ভিতর যাতে কেউই পিকনিক না করতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবি প্রশাসন এর বিষয়ে নজর রাখুক।
Saikat Shee